• আইন আদালত/সাজা

    সুনামগঞ্জে আট হাজার লিটার সয়াবিন তেল জব্দ

      প্রতিনিধি ১৩ মে ২০২২ , ৭:১৩:৩০ অনলাইন সংস্করণ

    সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জে আট হাজার লিটার সয়াবিন তেল জব্দ ও এক লক্ষ ত্রিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মওজুদকৃত সয়াবিন তেল অতিরিক্ত মূল্যে বিক্রয় ও বোতল জাত করার লক্ষ্যে তেলের মূল্য টেম্পারিং করায় সুনামগঞ্জের আমবাড়ি বাজারের ৬টি ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে আট হাজার লিটার সয়াবিন তেল জব্দ করা হয়েছে। এছাড়াও ভোক্তা অধিকার বিরোধী কার্যকলাপের অভিযোগে এসব প্রতিষ্ঠানকে ১ লক্ষ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
    বৃহস্পতিবার বিকালে দোয়ারাবাজার উপজেলার আমবাড়ি বাজারে অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো.শফিকুল ইসলাম।
    অভিযানকালে মওজুদকৃত তেল অতিরিক্ত মূল্যে বিক্রয় ও বোতল জাত তেলের মূল্য টেম্পারিং করায় আমবাড়ি বাজারের আলমগীর স্টোর, ফখরুল স্টোর,অনুকূল স্টোর, দুর্গা ভান্ডার ও পিযুষ ট্রেডার্স থেকে আট হাজার লিটার সয়াবিন তেল জব্দ করা হয়। তাৎক্ষণিকভাবে বোতলে লেখা নির্ধারিত মূল্যে দুই হাজার লিটার তেল বিক্রয় করা হয়।
    এসময় ন্যায্য মূল্যে প্রতি লিটার সয়াবিন তেল ১৬০ টাকা, দুই লিটার সয়াবিন তেলের বোতল ৩১৮ টাকা এবং পাঁচ লিটার তেলের বোতল ৭৬০ টাকায় বিক্রয় করা হয়।বাকি তেল বাজার কমিটির তত্বাবধানে বোতলে উল্লিখিত ন্যায্য মূল্যে বিক্রি করার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।
    অভিযানকালে উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলার স্যানেটারী ইন্সপেক্টর মৃদুল মোহন চন্দ, আমবাড়ি বাজার কমিটির সভাপতি মো. আজাদ মিয়া সহ র‌্যাব ৯ এর একটি দল।

    আরও খবর

    Sponsered content