• প্রবাস বাংলা

    ব্রিটিশ বাংলাদেশি হলেও আমার অন্তরে বাংলাদেশ এবং বঙ্গবন্ধু সবসময় আছেন…আহবাব হোসাইন

      প্রতিনিধি ১১ মে ২০২২ , ২:৪৬:৩৮ অনলাইন সংস্করণ

    আল-হেলাল,সুনামগঞ্জ: যুক্তরাজ্যের টাওয়ার হেমলেটস এর স্পীকার সুনামগঞ্জের কৃতিসন্তান মোহাম্মদ আহবাব হোসাইন বলেছেন,আমি ব্রিটিশ বাংলাদেশি হলেও আমার অন্তরে বাংলাদেশ এবং বঙ্গবন্ধু সবসময় আছেন। আমরা সেখানকার মূলধারার রাজনীতিসহ সব ক্ষেত্রে ভূমিকা রাখছি। কিন্তু আমাদের শেকড় বাংলাদেশে, এটি আমরা কখনো ভুলিনা। আমাদের চিন্তা-ভাবনাজুড়ে সবসময় বাংলাদেশ ও দেশের মানুষেরা আছেন। আমরা বিদেশে থাকলেও সবসময় নিজ দেশের উন্নয়নের কথা ভাবি। ৮ মে রোববার বিকেলে সুনামগঞ্জ পৌরসভা মিলনায়তনে লন্ডনের টাওয়ার হ্যামলেটসের স্পিকার হিসেবে তাকে দেয়া সংবর্ধনার জবাবে সংবর্ধিত প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। স্পীকার সুনামগঞ্জের কৃতিসন্তান আহবাব হোসাইনসহ তার সঙ্গে বাংলাদেশ সফরে আসা প্রতিনিধি দলকে সুনামগঞ্জ পৌরসভার পক্ষ থেকে উক্ত সংবর্ধনা দেওয়া হয়। এ সময় শহরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। সংবর্ধনা অনুষ্ঠানে লন্ডন টাওয়ার হ্যামলেটসের স্পিকার মোহাম্মদ আহবাব হোসাইন ছাড়াও বক্তব্য দেন তার সঙ্গে আসা প্রতিনিধি দলের সদস্য লন্ডন অ্যাসেম্বলির সদস্য উমেশ দেশাই, লন্ডন টি এক্সেঞ্জের সিইও শেখ অলিউর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিক আবদুল করিম নাজিম, লন্ডন সিটি কাউন্সিলের কাউন্সিলম্যান মনসুর আলী, বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব মোহাম্মদ সোনাহর আলী ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক কোচ শহিদুল আলম রতন। এসময় পৌর কাউন্সিলর আহমদ নূর, সৈয়দা জাহানারা বেগম,পিয়ারা বেগম,সৈয়দ ইয়াসিনুর রশীদ ইয়াছিন,কাউন্সিলর মোঃ মোশাররফ হোসেন ও সাবেক কাউন্সিলর আব্দুল্লাহ আল নোমান পৌর পরিষদের পক্ষে অতিথিদেরকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন। প্রথম আলো পত্রিকার সুনামগঞ্জ প্রতিনিধি খলিল রহমান এর পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা সভায় স্পীকার মোহাম্মদ আহবাব হোসাইনকে স্বাগত জানিয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন,সুনামগঞ্জ সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ পরিমল কান্তি দে,মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ দিলীপ কুমার দাস, অধ্যাপক ন্যাথানেল ফ্যায়ারক্রস,জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আওয়ামীলীগ নেতা এডভোকেট চান মিয়া,এডভোকেট নজরুল ইসলাম শেফু, প্রবীণ শিক্ষক যজ্ঞেশ্বর দাস, শহীদ জগৎজ্যোতি পাঠাগার লাইব্রেরীর সাধারন সম্পাদক এডভোকেট সালেহ আহমদ, মহিলা পরিষদের সভানেত্রী গৌরী ভট্টাচার্য্য, জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বিমান কান্তি দাস,জেলা শিল্পকলা একাডেমীর সাধারন সম্পাদক এডভোকেট শামছুল আবেদীন,পৌর কাউন্সিলর সামিনা চৌধুরী মনি,কাউন্সিলর চঞ্চল কুমার লোহ,কাউন্সিলর কাউসার আহমদ ও পৌর সচিবসহ পৌর পরিষদের কর্মকর্তাগন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা। পরে পৌরসভার পক্ষ থেকে অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। এর আগে সুনামগঞ্জ পৌরসভায় এসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান অতিথিরা। সংবর্ধনা অনুষ্ঠান শেষে অতিথিরা সন্ধ্যারাত পর্যন্ত সুনামগঞ্জ পৌর শহরের কয়েকটি দর্শনীয় স্থান ঘুরে দেখেন। পরে স্পীকার মোহাম্মদ আহবাব হোসাইন ব্রিটেনের সংসদ নির্বাচনে সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী শাহগীর বখত ফারুক ও মেয়র নাদের বখত এর আরপিননগরস্থ বাসভবনে যান। সেখানে মেয়রের ভাই হাওর বাঁচাও আন্দোলন জেলা কমিটির সভাপতি কবি ইয়াকুব বখত বহলুল ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নোমান বখত পলিনের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আওয়ামী লীগ নেতা অ্যাড. নজরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক পৌর কাউন্সিলর গোলাম সাবেরীন সাবু,কাউন্সিলর আহসান জামিল আনাস, যুবলীগ নেতা অমল কান্তি চৌধুরী হাবুল, বাউল কামাল পাশা সংস্কৃতি সংসদ এর আহবায়ক সাংবাদিক বাউল আল-হেলাল,জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ঝন্টু তালুকদার,পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ সফিকুল ইসলাম,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সৈকতুল ইসলাম শওকত,আইন বিষয়ক সম্পাদক অ্যাড. মাহবুবুল হাসান শাহীন, জেলা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল চৌধুরী ও সাবেক জেলা ছাত্রলীগ নেতা নিহার রঞ্জন তালুকদারসহ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শহরে অবস্থানকালে স্পীকার মোঃ আহবাব হোসাইন প্রবাসী আওয়ামীলীগ নেতা মোঃ ফরহাদ আহমদ এর ব্যবসায়ী প্রতিষ্ঠান আয়ান বাবা হোটেলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনাও পরিদর্শন করেন।

    আরও খবর

    Sponsered content