প্রতিনিধি ৭ মে ২০২২ , ৮:৩৩:৩৮ অনলাইন সংস্করণ
হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ লন্ডন এর নির্বাচনে কাউন্সিলর পদে জগন্নাথপুর এর মেয়ে সিলেটের পুত্রবধূ শাকিলা বিজয়ী হয়েছেন। এই বিজয়ে বাঙালি কমিউনিটিতে বইছে আনন্দ -উচ্ছ্বাস। জগন্নাথপুরে বইছে খুশির বন্যা। সদ্য সমাপ্ত লন্ডন এর নির্বাচনে কাউন্সিলর পদে ওয়ালসেল পালফ্রী ওয়ার্ডে লেবার পার্টির সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার জগদীশপুর গ্রাম নিবাসী যুক্তরাজ্য প্রবাসী মোঃ সাহাবউদ্দিন এর মেয়ে ও সিলেটের দক্ষিণ সুরমা নিবাসী যুক্তরাজ্য প্রবাসী সলিসিটর সোহেল হোসেন এর সহধর্মিণী সলিসিটর শাকিলা হোসেন বিজয়ী হয়েছেন। তাঁর এই বিজয়ে লন্ডন এর বাঙালি কমিউনিটি, বৃহত্তর সিলেটবাসী ও জগন্নাথপুর উপজেলাবাসীর হৃদয়ে আনন্দের বন্যা বইছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নবনির্বাচিত কাউন্সিলর শাকিলা হোসেন সহ যুক্তরাজ্যস্থ সকল বাঙালিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে হৃদয়ের আবেগ উচ্ছ্বাস প্রকাশ করছেন। নবনির্বাচিত কাউন্সিলর শাকিলা হোসেন এর বরাত দিয়ে তাঁর চাচা আব্দুল জব্বার শাহী বলেন, বৃহত্তর সিলেটবাসীর দোয়া, ভালবাসাও সার্বিক সহযোগিতায় আমাদের সন্তান শাকিলা হোসেন যুক্তরাজ্যের ওয়ালসেল পালফ্রী ওয়ার্ড এর কাউন্সিলর নির্বাচিত হয়েছে। সে ওয়ালসেল পালফ্রী ওয়ার্ডবাসী ও বৃহত্তর সিলেটবাসী সহ জগন্নাথপুরবাসীর নিকট কৃতজ্ঞ। তাঁর উপর অর্পিত দায়িত্ব সঠিক ভাবে পালন করতে পার সেজন্য সকলের দোয়া, ভালবাসা ও সহযোগিতা প্রত্যাশী। উল্লেখ্য, বিগত ৫ ই মে যুক্তরাজ্যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।