প্রতিনিধি ৭ মে ২০২২ , ৫:২৯:২৫ অনলাইন সংস্করণ
মোঃ বদরুজ্জামান বদরুলঃ বিশিষ্ট ব্যবসায়ী, রাজনীতিবিদ ও মানবাধিকার কর্মী মাও: খালেদ আহমদ জায়িম বিজনেস ভিসায় ইতালী গমন উপলক্ষে জয়সিদ্ধি হিলফুল ফুযুল ইসলামি সমাজ কল্যাণ পরিষদ এর পক্ষ থেকে এক বিদায়ী সংবর্ধনার আয়োজন করা হয়। এ সময় হিলফুল ফুযুল পরিচালনা কমিটির সভাপতি জনাব আক্রম আলির সভাপতিত্বে আজ শুক্রবার বাদ আসর অনুষ্ঠান শুরু হয়।অনুষ্ঠান পরিচালনা করেন হাফিজ নুরুল আমিন,
সংবর্ধীত অতিথি সমুজআলী ওয়েলফেয়ার ট্রাষ্ট প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সার্চ মানবাধিকার সোসাইটি দিরাই উপজেলার ক্যাশিয়ার মাওলানা খালেদ আহমদ জায়িম বলেনঃ আল্লাহর রহমতে সেনজেন ভুক্ত ২৬ টি দেশের ভ্রমণের জন্য ইতালি এমভিসি কতৃর্ক আমাকে সেনজেন ভিসা প্রদান করেছেন। যেটা আমার দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়ন হতে চলছে। আপনাদের ভালো বাসায় আমি আনন্দিত অপর দিকে ব্যাতিত যে আপনাদেরকে ছেড়ে কিছু দিনের জন্য চলে যাবো বহুদূরে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেনঃ জয়সিদ্ধি গ্রামের মুরুব্বী আক্রম উদ্দিন, বাবরুল হোসেন বাবুল,ইমদাদুল ইসলাম বাবুল, জাহাঙ্গীর আলম প্রমুখ।
অনুষ্ঠান শেষে সংবর্ধীত অতিথিকে বিদায়ী সম্মাননা প্রদান করা হয়। পরিশেষে নিরাপদ ভ্রমণ কামনা করে মোনাজাত করা হয়। আল্লাহ হাফিজ।