• সারাদেশ

    দাতাদের সহায়তায় এগিয়ে চলছে দিরাই ভরারগাও জামেয়া নছিব উল্লা হাফিজিয়া মাদ্রাসার নির্মাণ কাজ

      প্রতিনিধি ৩ মে ২০২২ , ৩:৫৬:৫৭ অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদকঃ প্রবাসী ও দেশের দাতাদের আন্তরিক আর্থিক সহায়তায় এগিয়ে চলছে দিরাই ভরারগাও জামেয়া নছিব উল্লা হাফিজিয়া মাদ্রাসার নির্মাণ কাজ। দিরাইর বিভিন্ন ব্যাক্তি ও সংগঠন মাস্রাসা নির্মাণে এগিয়ে আসেছেন, তারমধ্যে অন্যতম যুক্তরাজ্য প্রবাসী শাহ কামাল ও তাহার আপন ভাই দিরাই ডিএসএস একাডেমির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শাহজাহান সিরাজ। উনারা ব্যক্তিগতভাবে অর্থ সহায়তা করছেন পাশাপাশি আত্মীয় ও বন্ধু মহলকে উদ্বুদ্ধ করে অর্থায়ন করাচ্ছেন ভরারগাঁও নছিব উল্লা হাফিজিয়া মাদ্রাসায়। যুক্তরাজ্য প্রবাসী শাহ কামাল এর প্রচেষ্টায় মাদ্রাসা নির্মাণ কাজে
    লন্ডন প্রবাসী সাদিকুর রহমান পিতা মৃত আহমদ উল্লাহ সং ভুরাখালী তিনি উনার চাচাত ভাই শাহজাহান সিরাজ এর মাধ্যমে ভরারগাঁও নছিব উল্লা হাফিজিয়া মাদ্রাসায় ৬বান টিন বাবৎ ৫০ হাজার টাকা দান করেছেন এসময় উপস্থিত ছিলেন হাইকোর্টের আইনজীবী ইকবাল হোসেন চৌধুরী, প্রভাষক মোস্তাহার মিয়া (মোস্তাক) মইনুল ইসলাম, মিলন মিয়া ও আবু সালেহ প্রমুখ। এছাড়া মাদ্রাসার নির্মাণ কাজের শুরুতে শাহ কামাল এর উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী আব্দুল লতিফ জেপি, হাজী হারুন মিয়া সহ একাধিক ব্যক্তি মাদ্রাসা পরিদশন করে অনুদান দিয়ে গেছেন, মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাকিম মাওলানা এবিএম নোমান দাতাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন প্রবাসী ও দেশী বিভিন্ন দানশীল ব্যক্তিবর্গের আন্তরিক সহযোগিতায় নির্মান কাজ দ্রুত এগিয়ে চলছে।
    ইনশা আল্লাহ রমজানের পরেই নতুন বছরের ক্লাস শুরু হবে। এজন্য পুরোপুরি ক্লাস উপযোগী করতে আরো অনুদানের প্রয়োজন।

    আরও খবর

    Sponsered content