প্রতিনিধি ৩০ এপ্রিল ২০২২ , ৭:৫১:৪৯ অনলাইন সংস্করণ
হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ জগন্নাথপুর এর পল্লীতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় বসত ঘর পুড়ে ছাঁই হয়ে গেছে। এতে প্রায় ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন জানিয়েছেন। সরেজমিনে ঘটনার জানাযায় ও দেখা যায়, আজ ৩০ শে এপ্রিল রোজ শনিবার বিকাল ৩ টা ৫০ মিনিটের দিকে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ১ নং কলকলিয়া ইউনিয়ন অন্তর্ভুক্ত জগদীশপুর গ্রাম নিবাসী মোঃ ফুল মিয়ার বসত ঘরে অগ্নিপাতের সুত্রপাত ঘটে এবং সারা ঘর জুড়ে আগুনের লেলিহান শিখা চারদিকে চড়িয়ে পড়ে। ফুল মিয়ার আর্তচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নিভানোর প্রানপ্রন চেষ্টা চালান।এবং ঘটনাটি স্থানীয় ফায়ার সার্ভিসকে অভিহিত করা হলে তাৎক্ষণিকভাবে জগন্নাথপুর ফায়ার সার্ভিসের কর্মীরা দুর্ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় প্রায় ৩০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। ততক্ষনে আব্দন নূর, ফুল মিয়া ও রফু মিয়ার বসত ঘর ( টিনসেট দালান ঘর) এর টিনের চাল, স্বর্ণালংকার, কাঠ-পালং, চাউল, ধান ও কাপড় সহ সকলের আসবাবপত্র পুড়ে ছাঁই হয়ে গেছে। এতে প্রায় ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এব্যপারে স্থানীয়রা অবিপ্রায় ব্যক্ত করে বলেন, আব্দুন নুরের বাড়িতে দিন দুপুরে আগুন লাগার খবর পেয়ে ছুটে এসে আগুন নিভানোর চেষ্ঠা করি এবং ফয়ার সার্ভিসের সহযোগীয় আগুন নিভাতে সক্ষম হই। ততক্ষনে ঘরের টিনসহ অন্যান্য আসবাবপত্র পুড়ে চাই হয়ে যায়। তাদের ধারনা রান্না ঘর থেকে আগুন লাগতে পারে। পল্লী বিদ্যুৎ অফিসের লাইন টেকনিশিয়ান ইনচার্জ জগদীশপুর অভিযোগ কেন্দ্রর আবু হুরায়রা জুয়েল বলেন, বৈদ্যুতিক শর্টশার্কিট থেকে আগুন লাগার কোন আলামত পাওয়া যায়নি।যে ঘর থেকে আগুন লেগেছে সেই ঘরের মিটার এবং মেইন সুইচ আগুন নিভানোর পরও অক্ষত অবস্থায় আছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আগুনের সুত্রপাত কি ভাবে হয়েছে তাহা পরিবারের লোকজন ভাল বলতে পারবেন। এব্যাপারে জগন্নাথপুর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা মোঃ আল মাসুদ বলেন, জগদীশপুর গ্রাম নিবাসী আব্দুন নূর এর বাড়ীতে আগুন লাগার সংবাদ পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তা ৩০ মিনিট ব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করি। ততক্ষণে পাকা দেওয়াল ব্যাতীত বসত ঘরের সবকিছু পড়ে গেছে। তিনি আরো বলেন ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় সাড়ে তিন লাখ হতে পারে। তবে আগুন কিভাবে লেগেছে তা এখনো বলা যাচ্ছেনা।