প্রতিনিধি ২৮ এপ্রিল ২০২২ , ১১:২১:১৫ অনলাইন সংস্করণ
দিরাই প্রতিনিধিঃ সুনামগঞ্জের দিরাই উপজেলার রোশনি কমিউনিটি সেন্টারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুক্তরাজ্য শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক আজমল হোসেন চৌধুরী জাবেদের উদ্যোগে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও দিরাই-শাল্লার সাবেক এমপি নাছির উদ্দিন চৌধুরীর রোগ মুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। (২৮’এফ্রিল বৃহস্পতিবার) দিরাই পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র হাজী আহমদ মিয়ার সভাপতিত্বে ও উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আমিনুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আব্দুর রশিদ চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক সাব্বির মিয়া, সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর মিজানুর রহমান, উপজেলা যুবদলের আহবায়ক মঈন উদ্দিন চৌধুরী মাসুক, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কয়সর আহমদ, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আবু সাঈদ চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবকদলের সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসেন, সহ-সভাপতি সজিব রশিদ চৌধুরী, জেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক কাজী মিসবাহ, অন্যানের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম-আহবায়ক শফিকুল ইসলাম বাবুল,উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি শাহ আলম, উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক মেহেদী হাসান চৌধুরী,পৌর ছাত্রদলের আহবায়ক এস এম সায়েস,পৌর ছাত্রদলের সদস্য সচিব মাহফুজ আহমেদ চৌধুরী,সৈদুর রহমান তালুকদার, গোলাম কিবরিয়া তালুকদার,চরনারচর ইউনিয়ন বিএনপি নেতা শেখ জহিরুল ইসলাম,সেলিম মিয়া,সালাহ উদ্দিন তালুকদার,ফয়সল মিয়া, নাসির উদ্দিন,দিরাই কলেজ ছাত্রদলের যুগ্ম-আহবায়ক রাহাত মিয়া,ছাত্রদল নেতা মিনহাজ নুর,চরনারচর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নাঈম ইসলাম, সাংগঠনিক সম্পাদক দবিরুল ইসলাম প্রমূখ। এসময় স্থানীয় জামে মসজিদের ইমাম সাহেব বেগম খালেদা জিয়া ও নাছির উদ্দিন চৌধুরীর রোগ মুক্তি কামনায় মোনাজাত করেন।