• সুনামগঞ্জ

    তাহিরপুরে মানব পাচারকারী শফিকুল ইসলাম গ্রেফতার

      প্রতিনিধি ২৭ এপ্রিল ২০২২ , ৮:৫২:০৯ অনলাইন সংস্করণ

    সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী তাহিরপুর উপজেলায় বিভিন্ন অপরাধ কর্মকান্ডের হোতা ও মানব পাচারকারী মো. শফিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে তাহিরপুর থানা পুলিশ।
    মঙ্গলবার গভীর রাতে তাহিরপুর থানা পুলিশ বাদাঘাট বাজারে অভিযান চালিয়ে তাকে বাসা থেকে গ্রেপ্তার করে। বুধবার তাকে সুনামগঞ্জ আদালতে হাজির করা হলে বিঞ্জ আদালত তার জামিন না মুঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন। তিনি দীর্ঘদিন ধরে ঢাকা সিটির বিভিন্ন এলাকায় মানবপাচার, তাহিরপুর সীমান্তে চোরাচালান, ইয়াবা, মদ, গাজা, স্মাগলিং, চুরি, ডাকাতি, চিনতাই সহ অসংখ্য অপরাধ কর্মকান্ডের কারণে তিনি ইতিমধ্যে একাধিক মামলার আসামি রয়েছেন। এই সমস্ত অপরাধ কর্মকান্ডের কারণে তাকে বেশ কয়েকবার আইন শৃংখলা বাহিনী গ্রেপ্তার করে রিমান্ডে নিয়েছে এবং কারাবাস ও করতে হয়েছে তাকে। এই অপরাধ কর্মকান্ডের কারণে তার বিরুদ্ধে ঢাকা জেলা জজ আদালত থেকে গ্রেফতারী পরোয়ানা জারি হয়। যার মামলা নং জিআর ২২/১৮, ধারাঃ ৩২৮/৩৭৯/৫১১/৩৪ পেনাল কোড। তিনি তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের পাতারগাঁও গ্রামের মো. নাছির উদ্দিন বেপারীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে বাদাঘাট বাজারে বসবাস করে আসছিলেন।
    এ ব্যাপারে তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল লতিফ তরফদার ওয়ারেন্টভূক্ত আসামী হিসেবে শফিকুল ইসলামকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জানান, আমরা আদালতের নিদের্শ পালন করে শফিকুল ইসলামকে গ্রেপ্তার করে বিঞ্জ আদালতের মাধ্যমে তাকে জেলা হাজতে পাঠানো হয়েছে।

    0Shares

    আরও খবর

    Sponsered content