প্রতিনিধি ২৫ এপ্রিল ২০২২ , ৭:৪২:৪৪ অনলাইন সংস্করণ
সুনামগঞ্জ প্রতিনিধি: রমজানে নিরাপদ ইফতার বিষয়ক উদ্বুদ্ধকরণ সপ্তাহ উপলক্ষ্যে সুনামগঞ্জে বিভিন্ন হোটেল রেস্তোরা ও বেকারিতে ইফতার তৈরি ও বিক্রয় কার্যক্রম মনিটরিং করা হয়েছে।
সোমবার দুপুরে নিরাপদ খাদ্য অধিদপ্তর সুনামগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যােগে পৌর শহরের পুরাতন বাসস্ট্যান্ড, কালী বাড়ি পয়েন্ট, আলফাত স্কয়ার পয়েন্ট, ডি এস রোড সহ বিভিন্ন পয়েন্টের ইফতার নিয়ে বসা দোকান গুলোতে মনিটরিং করা হয় এবং ইফতার বিক্রেতার মধ্যে হেড ক্যাপ, হ্যান্ড গøাভস ও বিভিন্ন ধরণের লিফলেট বিতরণ করা হয়।
এসময় জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা শরীফ উদ্দিন বলেন, ইফতার বিক্রয় সংশ্লিষ্ট সকল ব্যবসায়ীদের নিরাপদ খাদ্য আইন ২০১৩ ও এর বিভিন্ন বিধি ও প্রবৃদ্ধি সমুহ সম্পর্কে সকলকে ভালো করে জানতে হবে বুঝতে হবে। জনগণের জন্য নিরাপদ খাদ্যের গুরত্বের কথা তুলে ধরে ব্যবসায়ীদেরকে নিরাপদ খাদ্য প্রস্তুতিতে আরো সচেতন হওয়ার আহবান জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ ড্রাগ সুপার মোঃ সিরাজ উদ্দিন, জেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ শহিদুল্লাহ, সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর নাজমা জাহান প্রমুখ।