মাও. মুহাম্মাদ এমদাদুল হক।। ২২ রমজান সুনাগঞ্জ এর আরপিন নগর ফাউন্ডেশনের উদ্যোগে পঞ্চম বারের কোরআন শরীফ বিতরন করা হয়। এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জে পৌরসভার ৬নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী আমির হোসেন, শিহাব আহমদ, সোরভ, ইভান, শিষ,উৎফল,আবুল কালাম, আনাস, রাব্বি, ফাহিম প্রমুখ।
বিগত পাচঁ রমজান মাস যাবত এমন উদ্যোগ তারাঁ চালু রেখেছেন। ফাউন্ডেশনের কর্তৃপক্ষরা বলেন এই রকম অনেক শিশু আছে যারা কোরআনের হাফেজ, আলেম হতে চায় তাদের অনেকেই ভাল মানের একটি কোরআন শরীফ ক্রয় করতে পারে নাই, তাই আমরা সাধ্যমত এ উদ্যোগ গ্রহন করেছি। আজ আমরা মহনপুর ইউনিয়নের নরুল্লাহ গ্রামের মাদ্রাসায় শতাদিক ছাত্র/ ছাত্রীদের মধ্যে কোর আর শরীফ বিতরন করেছি। কোরআনের খেদমতে যারা সামনে এগিয়ে আসেন তাদের পবিএ কোরআন শরীফ উপহার দিয়ে আমরা তাদের পাশে থাকতে চাই। কোরআনে হাফিজ হওয়ার পথে ছোট শিশুদের কোরআন উপহার দিয়ে যারা সহযোগিতা করেছেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞত।আরপিননগর ফাউন্ডেশনের পক্ষ থেকে শতাদিক ছাত্র /ছাত্রী দের মধ্য কোর আন শরীফ বিতরন… ।।মাও. মুহাম্মাদ এমদাদুল হক।। ২২ রমজান সুনাগঞ্জ এর আরপিন নগর ফাউন্ডেশনের পক্ষ থেকে পঞ্চম বারের কোরআন শরীফ বিতরন করা হয়। বিগত পাচঁ রমজান মাস যাবত এমন উদ্দোগ তারাঁ চালু রেখেছেন। ফাউন্ডেশনের কর্তৃপক্ষরা বলেন এই রকম অনেক শিশু আছে যারা কোরআনের হাফেজ, আলেম হতে চায় তাদের অনেকেই ভাল মানের একটি কোরআন শরীফ ক্রয় করতে পারে নাই, তাই আমরা সাধ্যমত এ উদ্যোগ গ্রহন করেছি। আজ আমরা মহনপুর ইউনিয়নের নরুল্লাহ গ্রামের মাদ্রাসায় শতাদিক ছাত্র/ ছাত্রীদের মধ্যে কোর আর শরীফ বিতরন করেছি। কোরআনের খেদমতে যারা সামনে এগিয়ে আসেন তাদের পবিএ কোরআন শরীফ উপহার দিয়ে আমরা তাদের পাশে থাকতে চাই। কোরআনে হাফিজ হওয়ার পথে ছোট শিশুদের কোরআন উপহার দিয়ে যারা সহযোগিতা করেছেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞত।আরপিননগর ফাউন্ডেশনের পক্ষ থেকে শতাদিক ছাত্র /ছাত্রী দের মধ্য কোর আন শরীফ বিতরন… ।।মাও. মুহাম্মাদ এমদাদুল হক।। ২২ রমজান সুনাগঞ্জ এর আরপিন নগর ফাউন্ডেশনের পক্ষ থেকে পঞ্চম বারের কোরআন শরীফ বিতরন করা হয়। বিগত পাচঁ রমজান মাস যাবত এমন উদ্দোগ তারাঁ চালু রেখেছেন। ফাউন্ডেশনের কর্তৃপক্ষরা বলেন এই রকম অনেক শিশু আছে যারা কোরআনের হাফেজ, আলেম হতে চায় তাদের অনেকেই ভাল মানের একটি কোরআন শরীফ ক্রয় করতে পারে নাই, তাই আমরা সাধ্যমত এ উদ্যোগ গ্রহন করেছি। আজ আমরা মহনপুর ইউনিয়নের নরুল্লাহ গ্রামের মাদ্রাসায় শতাদিক ছাত্র/ ছাত্রীদের মধ্যে কোর আর শরীফ বিতরন করেছি। কোরআনের খেদমতে যারা সামনে এগিয়ে আসেন তাদের পবিএ কোরআন শরীফ উপহার দিয়ে আমরা তাদের পাশে থাকতে চাই। কোরআনে হাফিজ হওয়ার পথে ছোট শিশুদের কোরআন উপহার দিয়ে যারা সহযোগিতা করেছেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞত।