• সংবর্ধনা / উদ্বোধন

    আ.লীগের প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত হওয়ায় ঠাকুরগাঁওয়ে রমেশ চন্দ্র সেনকে গণসংবর্ধনা

      প্রতিনিধি ৩০ ডিসেম্বর ২০১৯ , ১:৩১:০৩ অনলাইন সংস্করণ

    ঠাকুরগাঁও থেকে মাহমুদ আহসান হাবিব।।

    ২য় বারের মত বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত হওয়ায় ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনকে গণসংবর্ধনা প্রদান করা হয়েছে।
    অদ্য সোমবার দলীয় কার্যালয়ে তাকে এ সংবর্ধনা প্রদান করে আ’লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। সংবর্ধনা প্রদান করতে সকাল থেকেই বিভিন্ন উপজেলা, থানা, ইউনিয়নের
    নেতৃবৃন্দ ফুলের তোরা নিয়ে আ’লীগ কার্যালয়ে ভীড় করতে থাকে। দুপুরে জেলার প্রবেশদ্বার সদর উপজেলার ২৯মাইল থেকে শত শত মোটরসাইকেল নিয়ে নেতা-কর্মী-সমর্থকেরা রমেশ চন্দ্র সেনকে দলীয় কার্যালয়ে নিয়ে আসে।
    সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, আ’লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন, জেলা
    আ’লীগের সভাপতি মুহ: সাদেক কুরাইশী, সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, সিনিয়র সহ-সভাপতি মাহাবুবুর রহমান খোকন, সহ-সভাপতি প্রবীর কুমার রায়, যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. মোস্তাক আলম টুলু,
    সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী ভুট্ট্রো, প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন প্রমুখ।
    এ সময় জেলা যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেল, সাধারণ সম্পাদক
    দেবাশীষ দত্ত সমীর, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাজমুল হুদা শাহ্ মো: এ্যাপোলো, সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুনাম, জেলা ছাত্রলীগের সভাপতি মাহাবুব হোসেন রনি, সাধারণ সম্পাদক সানোয়ার পারভেজ পুলক,
    কৃষকলীগের সভাপতি সরকার আলাউদ্দিনসহ আ’লীগের বিভিন্ন অঙ্গ  সংগঠনের নেতা-কর্মী-সমর্থকেরা উপস্থিত ছিলেন।
    উল্লেখ্য, গত ২১ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত আ’লীগের জাতীয় কাউন্সিলে রমেশ চন্দ্র সেন পুনরায় ২য় বারের মত প্রেসিডিয়াম মেম্বার নির্বাচিত হন।

    0Shares

    আরও খবর

    Sponsered content