• সারাদেশ

    প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে এমপি শাওন’র সাফল্যের ১৩ বছর

      প্রতিনিধি ২৪ এপ্রিল ২০২২ , ৫:৪০:৫৬ অনলাইন সংস্করণ

    এম নয়ন, তজুমদ্দিন (ভোলা)প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে এমপি শাওন’র সাফল্যের ১৩ বছর এ পদার্পণ করেছেন, আজকের এই দিনে ভোলা-৩, আসনের শান্তির দূত হিসেবে তজুমদ্দিন ও লালমোহনবাসীর দায়িত্ব দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জননেতা আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওনকে পাঠিয়েছেন।। তজুমদ্দিন ও লালমোহন বাসী যখন ঘোর অমানিশায় নিমজ্জিত ২০১০ সালের ২৪ শে এপ্রিল অবহেলিত এই জনপদের দায়ীত্বভার কাঁধে নেন জনাব নূরুন্নবী চৌধুরী শাওন।। এই দুটি অঞ্চল ছিল সন্ত্রাসের অভয়াশ্রম।। মানুষ ছিল আশাহত, অনিশ্চিত এক ভবিষ্যতের দিকে ধাবিত।। এমপি শাওনের সংস্পর্শে এই জনপদ নতুন করে স্বপ্ন দেখা শুরু করে…এক এক করে তাদের সকল স্বপ্ন বাস্তবায়ন করে তাদেরকে নির্ভয় জীবন দান করেন।। আজ শান্তির সুবাতাস বইছে এই আসনটিতে… মিলেছে জলদস্যুর হাত থেকে মুক্তি, মেঘনার ভাঙ্গন থেকে রক্ষা।

    করেছেন উন্নয়নের আলোকে আলোকিত।
    বিচ্ছিন্ন দ্বীপসহ করেছেন শতভাগ বিদ্যুতায়ন। দিয়েছেন সন্ত্রাস,চাঁদাবাজ, অবৈধ দখল, মাদক, ইভটিজিং ও বাল্যবিয়ে থেকে মুক্তি। তজুমদ্দিন উপজেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক জনাব ফজলুল হক দেওয়ান বলেন, অত্র এলাকায় জনাব নূরুন্নবী চৌধুরী শাওন এমপির আবির্ভাব হয়েছিল বলে আজ লালমোহন-তজুমদ্দিন বাসি একটি শান্তিপ্রিয় সংসদীয় আসন পেয়েছেন। তিনি আরো বলেন, মাননীয় এমপি মহোদয় লালমোহন-তজুমদ্দিনবাসীকে নদীভাঙ্গনের হাত থেকে রক্ষা করেছেন, ইতিমধ্যে তিনি আরো প্রায় ১১০০ কোটি টাকা বরাদ্দ সহ অভূতপূর্ব উন্নয়ন করেছেন, যাহা অন্য কোনো সরকারের আমলে সম্ভব হয়নি। লালমোহন-তজুমদ্দিনের পাঁচলক্ষ মানুষের প্রাণের দাবি এমপি শাওন যেন আজীবন এই জনপদের দায়িত্বভার গ্রহণ করেন।।

    আরও খবর

    Sponsered content