প্রতিনিধি ১৫ এপ্রিল ২০২২ , ২:৩৮:১৮ অনলাইন সংস্করণ
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় বিষপানে এক যুবক আত্মহত্যা করেছে। আত্মহত্যাকারী যুবকের নাম মো. আব্দুল বাছির(১৮)। যুবকটি জেলার ধর্মপাশা উপজেলার কাজিরগাঁও গ্রামের আবুল কাশেমের ছেলে । সে জামালগঞ্জ উপজেলার কামলাবাজ গ্রামে তার নানার বাড়িতে বসবাস করত। বৃহস্পতিবার আনুমানিক তিনটার দিকে জামালগঞ্জ উপজেলা সদরের হেলিপ্যাডের পশ্চিম সংলগ্ন গনিয়ার বিলের ধান ক্ষেতে বাছিরকে সংজ্ঞাহীন অবস্থায় পড়ে থাকতে দেখে লোকজন তার নানার বাড়িতে থাকা মায়ের কাছে খবর দেন। খবর পেয়ে তাকে দ্রুত উদ্ধার করে জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত ডাক্তার মোঃ আব্দুল বাতেন তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল প্রেরণ করেন। সিলেটে যাওয়ার পথে রাস্তায় বিকেল সাড়ে ৪টায় তার মৃত্যু হয়। তবে গোপন সূত্রে প্রেম সংক্রান্ত বিষয় থাকতে পারে বলেও জানা গেছে। এ ব্যাপারে জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মীর মোঃ আব্দুল নাসের বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে আমাকে কেউ কিছু জানাননি তবে আমি এখনই ফোর্স ঘটনাস্থলে পাঠিয়ে আইনি পদক্ষেপ গ্রহণ করছি
Notifications