প্রতিনিধি ২৯ ডিসেম্বর ২০১৯ , ১২:৪৬:০০ অনলাইন সংস্করণ
এম এ মোতালিব ভুঁইয়া: সুনামগঞ্জে পৃথক অভিযান চালিয়ে চোরাই পথে আনা ভারতীয় মদ, বিয়ার, নাসির বিড়ি, কয়লা, দুধ, হারমনি সাবান, হরলিক্স, দেবর তৈল, ভ্যাসমল তৈল, স্কুল ব্যাগ এবং কোলগেট পেষ্ট আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে ভারতীয় মালামালের সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি বিজিবি।
বিজিবি সুত্রে যানাযায়, সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবির পৃথক অভিযানে শনিবার(২৮ ডিসেম্বর)রাতে চাঁনপুর বিওপির টহল দল সীমান্ত পিলার ১২০২/৬-এস এর নিকট হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাহিরপুর উপজেলাধীন ৪নং উত্তর বড়দল ইউনিয়নের বারেকটিলা নামক স্থান হতে ১০ বোতল ভারতীয় মদ আটক করে।
অন্যদিকে ডুলুরা বিওপির টহল সীমান্ত পিলার ১২১১/১১-এস এর নিকট হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিশ্বম্ভরপুর উপজেলাধীন ১নং সলুকাবাদ ইউনিয়নের কাতনা নামক স্থান হতে ৬৩,০০০ পিস (২,৫২০ প্যাকেট) ভারতীয় নাসির বিড়ি আটক করে।
এদিকে লাউরগড় বিওপির টহল দল সীমান্ত পিলার ১২০৩/৩-এস এর নিকট হতে আনুমানিক ১৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাহিরপুর উপজেলাধীন ৫নং বাধাঘাট ইউনিয়নের লাউরগড় বাজারঘাট হতে ১,৫০০ কেজি ভারতীয় কয়লা আটক করে।
অন্যদিকে চারাগাঁও বিওপির টহল দল সীমান্ত পিলার ১১৯৪/৫-এস এর নিকট হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাহিরপুর উপজেলাধীন ১নং উত্তর শ্রীপুর ইউনিয়নের জংগলবাড়ী নামক স্থান হতে ভারতীয় দুধ-২৪ প্যাকেট, হারমনি সাবান-১০ পিস, হরলিক্স-০২ বৈয়ম, দেবর তৈল-২২ পিস, ভ্যাসমল তৈল-০৮ বোতল এবং কোলগেট পেষ্ট-২৮ পিস আটক করে।
এদিকে বিরেন্দ্রনগর বিওপির টহল দল সীমান্ত পিলার ১১৯২/৯-এস এর নিকট হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাহিরপুর উপজেলাধীন ১নং উত্তর শ্রীপুর ইউনিয়নের বিরেন্দ্রনগর নামক স্থান হতে ০২ বোতল ভারতীয় মদ, ০২ বোতল বিয়ার এবং ০১টি স্কুল ব্যাগ আটক করে।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)পরিচালক অধিনায়ক মোঃমাকসুদুল আলম জানান, আটককৃত ভারতীয় মদ, বিয়ার, নাসির বিড়ি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় এবং কয়লা, দুধ, হারমনি সাবান, হরলিক্স, দেবর তৈল, ভ্যাসমল তৈল, স্কুল ব্যাগ ও কোলগেট পেষ্ট শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন ।