প্রতিনিধি ৩১ মার্চ ২০২২ , ১১:১৩:৩৬ অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টারঃ সিলেট আম্বরখান জালালাবাদ ফরহাদ রাজা চৌধুরীর মেয়ে ইউকে প্রবাসী রওনাকারা আকী চৌধুরী, জামাতা আবু সয়েফ চৌধুরী,এবং নাতি মাহী চৌধুরী,এর অর্থায়নে ,রমাদান উপলক্ষে তাদের শতাধিক পরিবারের মাঝে মাহে রমাদান উপলক্ষে গরীব অসহায় মানুষের মাঝে নগদ অর্থ প্রধান করেন। এসময়ে ফরহাদ রাজা চৌধুরী জানান – প্রতি বছর এভাবে উনার মেয়ে ও তার পরিবার গরীব অসহায় মেহনতী মানুষদের সাহায্য করে যাচ্ছেন,মেয়ের এমন মহৎ উদ্যোগের কাজে নিজে থেকে অংশগ্রহন করতে পারায়, মেয়ে ও তার পরিবারকে নিয়ে তিনি গর্বিত, সিয়াম সাধনার এই মাসে এমন মহৎ কাজে সবাই যদি নিজ থেকে এগিয়ে আসে তাহলে আমাদের আশপাশে থাকা অসহায় মানুষের মুখে কিছুটা হলেও হাসি ফোটে উঠবে বলে আশা করেন। মানবতার ফেরিওয়ালী রওনাকার আকী চৌধুরী জানান, তিনি তার সামর্থ্য অনুযায়ী সব সময় গরীব অসহায় মানুষের পাশে কাজ করে যাচ্ছেন, মহামারী করোনাকালীন সময়ে ও তিনি তার পরিবার দেশের অসহায় মানুষকে তার সামর্থ্য অনুযায়ী সাহায্য সহযোগিতা করেছেন। তিনি আরো বলেন – বাংলাদেশে অনেক বিত্তবান মানুষ আছেন, দারিদ্র্যবিমোচনে একটু এগিয়ে এলে এবং বর্তমান সময়ে একটু সহযোগিতার হাত বাড়ালেই আশা করি বাংলাদেশের খেটে-খাওয়া শ্রমজীবীদের কষ্ট একটু লাঘব হবে এবং স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের প্রতি দানের হাত বাড়িয়ে দেওয়া রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাত এবং মানবিক কর্তব্য। পবিত্র সিয়াম সাধনার মাসে গরিবদের সাহায্যার্থে বিত্তবানদের এগিয়ে আসা উচিত এবং বর্তমান প্রেক্ষাপটে সবচেয়ে উত্তম নেক আমল এটিই। আমাদের বর্তমান সমাজের বৃত্তবানেরা যদি প্রত্যেকের আশপাশের প্রতিবেশী অসহায় মানুষদেরকে নিজ নিজ জায়গা থেকে প্রত্যেকের সামর্থ্য অনুযায়ী সাহায্য করেন, তাহলে এই পবিত্র রমাদান মাসে আমরা কিছুটা হাসি ফুটিয়ে তুলতে পারবো বলে আশা করেন তিনি।