প্রতিনিধি ২০ মার্চ ২০২২ , ৬:৫০:৫৭ অনলাইন সংস্করণ
আল হেলাল,সুনামগঞ্জ: ইজারাবিহীন ধোপাজান নদীতে রাতের বেলা ড্রেজার মেশিনের মাধ্যমে বালিপাথর উত্তোলন করত: ইঞ্জিন নৌকা দ্বারা ধোপাজান নদীর মুখে থাকা পুলিশ ক্যাম্পের সামনে দিয়ে বালি পাথর পাচারকালে চালকসহ ৩টি পাথরবাহী নৌকা আটক করেছে স্থানীয় জনতা। ১৯ মার্চ শনিবার দিবাগত রাত ৩টায় সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের হুরারকান্দা গ্রামের সামনে অবৈধভাবে উত্তোলিত পাথরবাহী নৌকাগুলো আটক করা হয়। সংবাদ পেয়ে সিলেটের নৌ পুলিশ সুপার সম্পা ইয়াসমিন ও সুনামগঞ্জ টুকেরঘাট বাজার নৌপুলিশের ক্যাম্প ইনচার্জ এসআই রকিবুল ইসলামের নির্দেশে নৌপুলিশের এএসআই দেলোয়ারের নেতৃত্বে টহলদল আটককৃত পাথরের নৌকাগুলো জব্দ করে। পরে ২০ মার্চ রোববার বিকেলে সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইমরান শাহরীয়ার এর কার্যালয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে আটককৃত পাথরবাহী নৌকাচালক বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের ভাদেরটেক গ্রামের ইদ্রিছ আলীর পুত্র মনির হোসেন (৩০),মঞ্জুর আলীর ছেলে নুর আলম (২৮) ও কালিপুর গ্রামের আব্দুর রাজ্জাকের পুত্র নুরুল আমিন (৩৫) কে ২ মাসের সশ্রম কারাদন্ড প্রদান করা হয়। সে সাথে জব্দকৃত ১০০০ ফুট পাথর ৭৩ হাজার টাকা মূল্যে তাৎক্ষনিকভাবে নীলাম দেয়া হয়। মল্লিকপুর নিবাসী জাহাঙ্গীর আলম জব্দকৃত পাথরগুলো নীলামে খরিদ করেন।