• রাজনীতি

    বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের সৃষ্টি হতো না-এমপি শাওন

      প্রতিনিধি ১৯ মার্চ ২০২২ , ১২:২৩:০১ অনলাইন সংস্করণ

    এম নয়ন , তজুমদ্দিন  (ভোলা) প্রতিনিধি॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে দুঃস্থ -অসহায় শিশুদের মাঝে পোশাক বিতরণ, আলোচনা সভা এবং পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
    তজুমদ্দিন উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার বিকালে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।
    এসময় এমপি শাওন বলেন, এই মার্চ মাসে আমরা অনেক কিছু পেয়েছি। মার্চ মাসেই জাতির পিতা জন্ম গ্রহণ করেছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ ই মার্চের ভাষণে গোটা জাতি একটি প্লাটফর্মে ঐক্যবদ্ধ হয়েছিলেন। তিনি ছিলেন স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা। তাঁর জন্ম না হলে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের সৃষ্টি হতো না।
    উপজেলা নির্বাহি কর্মকর্তা মরিয়ম বেগমের সভাপতিত্বে অন্যন্যেদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোশারেফ হোসেন দুলাল, উপজেলা আ’লীগ সভাপতি ফখরুল আলম জাহাঙ্গির, সম্পাদক ফজলুল হক দেওয়ান, ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, থানা অফিসার ইনচার্জ এসএম জিয়াউল হক, কৃষি অফিসার অপূর্ব লাল সরকার, পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা মনোরঞ্জন দে, ইউপি চেয়ারম্যান মোঃ আবু তাহের মিয়া, শহিদুল্যাহ কিরণ, মেহেদী হাসান মিশু হাওলাদার, মোঃ রাসেল, সেচ্ছাসেবকলীগের সভাপতি ইশতিয়াক হাসান প্রমুখ।

    আরও খবর

    Sponsered content