• সুনামগঞ্জ

    দ্রব্য মূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে সুনামগঞ্জে জেলা সেচ্ছাসেবক দলের মিছিল, পুলিশের বাধা

      প্রতিনিধি ৯ মার্চ ২০২২ , ১:৫২:১১ অনলাইন সংস্করণ

    সুনামগঞ্জ প্রতিনিধি:: তেল, গ্যাস, বিদ্যুৎ, পানিসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৯ মার্চ) দুপুরে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে শহরের পুরাতন বাসস্ট্যান্ড থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে পৌর শহরের মূল সড়ক প্রদক্ষিণ করতে চাইলে খামারখালী পয়েন্টে পুলিশ বাধা দেয়। পরে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা রাস্তা অবরোধ করে সেখানেই প্রতিবাদ সমাবেশ করে। সুনামগঞ্জ জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি শামসুজ্জামান জামানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনাজ্জির হোসেনের পরিচালনায় প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক ভিপি মহিউদ্দিন মনির। এছাড়াও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সভাপতি রেজাউল করিম, মানবাধিকার বিষয়ক সম্পাদক রাকাব উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক অ্যাড. আব্দুল আহাদ জুয়েল। এসময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ইকবাল হোসেন, সুহেল মিয়া,শাহজাহান মিয়া, গোলাম কিবরিয়া,লিয়াকত আলী,সজিব রশিদ চৌধুরী, আবুল হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক আবুল কাসেম দুলু, সহ-সাধারণ সম্পাদক বশির আহমদ, তানভীর আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক আবুল কালাম ইমন, দপ্তর সম্পাদক এস এ রিপন প্রমুখ। প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক ভিপি মহিউদ্দিন মনির বলেন, আজকে সরকারের লোকেরা বলছে বাংলাদেশে নাকি আয় বেড়েছে। দেশে যদি আয় বাড়তো তাহলে এক কেজি চালের জন্য আজকে ঘরের গৃহবধূরা ট্রাকের পিছনে দৌড়াচ্ছে কেন? তিনি বলেন, দ্রুত এই আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা ছাড়তে হবে। তিনি বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র নিঃশর্ত মুক্তি দাবী করেন।

    আরও খবর

    Sponsered content