হাফিজ আহমদ আরও বলেন, এ ঘটনার পরে রাতে বিমান কর্তৃপক্ষ ফ্লাইটটি বাতিল ঘোষণা করেছে। অন্যদিকে হিথ্রো থেকে ফিরতি ফ্লাইটও বিলম্ব ঘোষণা করা হয়েছে। সিলেট থেকে বাতিল হওয়া ফ্লাইটটি সোমবার সকাল ১০টায় উড্ডয়ন করবে। যাত্রীদের মধ্যে যাঁরা বাড়িতে যেতে ইচ্ছুক, তাঁদের বাড়িতে পাঠানো হয়েছে। এ ছাড়া যাত্রীদের হোটেলের ব্যবস্থা করা হয়েছে বলে জানান তিনি।