• সুনামগঞ্জ

    জগন্নাথপুরে প্রবাসীদের উদ্যোগে গ্রাম উন্নয়ন বিষয়ক সভা

      প্রতিনিধি ২ মার্চ ২০২২ , ১১:৪৯:১১ অনলাইন সংস্করণ

    হুমায়ূন কবীর ফরীদ, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ জগন্নাথপুরে প্রবাসীদের উদ্যোগে বালিকান্দী গ্রাম এর উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলাধীন কলকলিয়া ইউনিয়ন এর অন্তর্ভুক্ত বৃহত্তর বালিকান্দী গ্রামের প্রবাসীদের উদ্যোগে নিজ গ্রামের উন্নয়ন মূলক কাজ করার লক্ষে ২ রা মার্চ রোজ বুধবার দুপুরে বালিকান্দী গ্রাম নিবাসী বিশিষ্ট শিল্পপতি শিক্ষানুরাগী ও যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব মোঃ সামছুল হক এর বাড়ীতে যুক্তরাজ্য প্রবাসী মোঃ শফিকুল ইসলাম এর সভাপতিত্বে ও যুক্তরাজ্য প্রবাসী মাওলানা মোঃ আব্দুল বাছিত এর পরিচালনায় এবং স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

    উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট শিল্পপতি শিক্ষানুরাগী স্বনামধন্য বিদ্যাপীঠ শাহজালাল মহাবিদ্যালয় এর ভূমিদাতা যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব মোঃ সামছুল হক।
    বিশেষ প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন, বালিকান্দী গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি মোঃ আব্দুন নূর, কলকলিয়া ইউনিয়ন পরিষদ এর প্যানেল চেয়ারম্যান মোঃ আব্দুল হাসিম।
    অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বালিকান্দী গ্রামের বিশিষ্ট মুরুব্বী মোঃ চন্দন মিয়া, মোঃ আঙ্গুর মিয়া, মোঃ জমির আলী , মোঃ নূরুল হক, আব্দুল হক, হাজী মোঃ গৌছ মিয়া, মোঃ শুকুর আলী, মোঃ নূরুজ্জামান, সাংবাদিক হুমায়ুন কবীর ফরীদি, মোঃ আনোয়ার হোসেন শিপু ও মোঃ শাহ আলম প্রমূখ।

    এসময় উপস্থিত ছিলেন, আব্দুল কদ্দুস, মির্জা আবদুল লতিফ, বালিকান্দী আটপাড়া হাফিজিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মোঃ আব্দুল মালিক, মোঃ নূরুজ্জামাল, মোঃ শুকুর আলী, ফয়জুল হক, মোঃ আজিজুল হক আজিবুল, মুছলিম মিয়া, সৈয়দুল হক আল আমিন, আরাফুল ইসলাম, বাদশা মিয়া, নজরুল ইসলাম, বাবুল মিয়া, সাব্বির আহমদ ছফির, আরজ মিয়া, আনোয়ার হোসেন শিপু, শাহ আলম, হারিস আলী, আছকির আলী, আসাদ মিয়া, আরিছ মিয়া, আব্দাল মিয়া, আব্দুল হেকিম, হান্নান, আফছর মিয়া, শফিকুল, আছর আলী, সুজাত মিয়া, সুহেল আহমদ, কোবাদ মিয়া, মানিক মিয়া, কালা মিয়া, আবুল হাসনাত, লেছু মিয়া, কাদির মিয়া, আলী নূর, ছফির মিয়া, কারিবুল ও আল আমীন প্রমূখ।

    আরও খবর

    Sponsered content