প্রতিনিধি ২৮ ফেব্রুয়ারি ২০২২ , ১:১০:২৬ অনলাইন সংস্করণ
মোঃ এমদাদুল হকঃ বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর শায়খুল হাদিস আল্লামা ইসমাঈল নূরপুরী বলেন, প্রিন্সিপাল আল্লামা হাবীবুর রহমান রহ. দেশ, জাতি ও মনবতার কল্যাণে আজীবন কাজ করে গেছেন। বাংলাদেশ খেলাফত মজলিসের সাবেক আমীর বরেণ্য এ রাজনীতিবিদ দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় অপরিসীম ভূমিকা রেখেছেন। নাস্তিক-মুরতাদ বিরোধী আন্দোলন, ভারতীয় আগ্রাসন, দেশ বিরোধী সকল অপতৎপরতার বিরুদ্ধে প্রিন্সিপাল আল্লামা হাবীবুর রহমান সর্বপ্রথম গর্জে উঠতেন। ইসলামের বিরুদ্ধে যে কোন অপশক্তির চোখ রাঙানোকে ভয় না করে রাজপথে সাহসী আপোষহীন সিপাহসালার ও ইসলামের জন্য নিবেদিত প্রাণ ছিলেন। তাই তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
মদের লাইসেন্স প্রদান প্রসঙ্গে আমীরে মজলিস আরো বলেন, আল্লাহ মদকে হারাম করেছেন, সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে মদের ব্যবহার উন্মুক্ত করার সিদ্ধান্ত কোন ভাবে মেনে নেয়া যাবে না। তাই অবিলম্বে মদের লাইসেন্স উন্মুক্ত করার সিদ্ধান্ত বাতিল করতে হবে। প্রধান অতিথির বক্তব্যে নিত্যপ্রয়োজনিয় দ্রব্যমূল্যের উর্দ্ধগতি প্রসঙ্গে আরো বলেন, নিত্যপ্রয়োজনী দ্রব্যের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। এমন পরিস্থিতে সরকার পণ্যের দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশের জনগণ চরম ভোগান্তিতে পড়বে।
আমীরে মজলিস ২৬ ফেব্রুয়ারি শনিবার বেলা ২টায় সিলেট নগরীর দরগাহ গেইটস্থ শহীদ সুলেমান হলে বাংলাদেশ খেলাফত মজলি সিলেট জেলা শাখার উদ্যোগে সংগঠনের সাবেক আমীর, নাস্তিক-মুরতাদ বিরোধী আন্দোলনের আপোষহীন সিপাহসালার, বীর মুজাহিদ প্রিন্সিপাল আল্লামা হাবীবুর রহমান রহ.’র জীবন ও কর্মশীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট জেলা শাখার সভাপতি মাওলানা মুহাম্মদ ইকবাল হুছাইনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা আতিকুর রহমান ও সহ সাধারণ সম্পাদক মাওলানা ফখরুল ইসলামের যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমীর মাওলানা ইউসুফ আশরাফ, নায়েবে আমীর মাওলানা রেজাউল করিম জালালী, ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, কেন্দ্রীয় অভিভাবক পরিষদ সদস্য মাওলানা ইমাম ফরিদ আহমদ খান, বেফাক সহ সভাপতি হাফিজ মাওলানা মুসলেহ উদ্দিন আহমদ রাজু, যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল আজিজ, মুফতি শরাফত হোসাইন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মুসা, কাজির বাজার মাদরাসার মুহাদ্দিস মাওলানা শায়েখ আব্দুস সোবহান, সমাজকল্যাণ সম্পাদক মাওলানা মাহবুবুল হক, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শায়খ মাওলানা ফয়েজ আহমদ, কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা ছামীউর রহমান মুসা, সিলেট মহানগর সভাপতি মাওলানা গাজী রহমত উল্লাহ, সিলেট মহানগর জমিয়তের সভাপতি মাওলানা খলিলুর রহমান, জামিআ’ ফারুকিয়্যাহ সিলেটের প্রতিষ্ঠাতা পরিচালক হাফিজ মাওলানা ক্বারী আব্দুল মতিন, জামিয়া দারুল কুরআন মাদরাসার মুহতামিম মাওলানা ক্বারী মুজ্জাম্মিল হোসাইন চৌধুরী।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেট জেলা শাখার সহ সভাপতি মুফতী মুহাম্মদ শফিকুর রহমান, মাওলানা জাহিদ উদ্দিন চৌধুরী, মহানগর সহ সভাপতি মাওলানা গোলাম রব্বানী, মাওলানা ছানাউল্লাহ, জেলা শাখা সহ সভাপতি মাওলানা মান্নান জালালাবাদী, মাওলানা আব্দুস সামাদ ও কারী উবায়দুর রহমান, মহানগর শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা এমরান আলম, মানবতাবাদি আহমেদুর রহমান খান হিনু, রিয়াদ শাখার সহ সাধারণ সম্পাদক হাফিজ আব্দুল বাকী আহবাব, জেলা শাখার সহ সাধারণ সম্পাদক কাজী জুনাইদ আহমদ, মহানগর সহ সম্পাদক ডাঃ মুস্তফা আজাদ, সাংগঠনিক সম্পাদক মুতাসিম বিল্লাহ জালালী, মুফতী মুহাম্মদ মাহবুবুল হক, বায়তুল মাল সম্পাদক মুফতী সৈয়দ নাসির উদ্দিন আহমদ, সহ বায়তুল মাল সম্পাদক মুফতী ওজিরুল ইসলাম মাসউদ, প্রশিক্ষণ সম্পাদক হাফিজ মাওলানা আব্দুর রব, সহ প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আছাদুজ্জামান, সমাজকল্যাণ সম্পাদক মাওলানা শিহাব উদ্দিন, প্রচার সম্পাদক মাওলানা শহীদুর রহমান সুয়েদ, সহ প্রচার সম্পাদক মাওলানা আফতাব উদ্দিন নোমানী, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ রশিদ মুশতাক, সিলেট মহানগর সভাপতি ইকরামুল হক জুনাইদ প্রমুখ।
বার্তাপ্রেরক
মাওলানা শহীদুর রহমান সুয়েদ
প্রচার সম্পাদক
বাংলাদেশ খেলাফত মজলিস
সিলেট জেলা শাখা।