• সুনামগঞ্জ

    দোয়ারাবাজারে গলায় ফাঁসি দিয়ে যুবকের আত্নহত্যা!

      প্রতিনিধি ২৮ ডিসেম্বর ২০১৯ , ৯:০৪:৫৬ অনলাইন সংস্করণ

    এম এ মোতালিব ভূইয়া।। সুনামগঞ্জের দোয়ারাবাজারের গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেছে এক যুবক। ওই যুবকের নাম আল আমিন (২০)। তিনি উপজেলার মান্নারগাও ইউনিয়নের ঢুলপুশী গ্রামের মৃত শওকত আলীর পুত্র।

    গ্রামবাসী ও পুলিশ সুত্রে জানাযায়, শনিবার সকালে ঘরের দরজা বন্ধ দেখে নিহতের ছোট বোন ও চাচী পার্শের বাড়ির লোকজনসহ স্থানীয় ইউপি সদস্য অজিত চন্দ দাসকে ডেকে দরজার উপর দিয়ে লাইট মেরে গলায় দড়ি দিয়ে তীরের সাথে ঝুলে অবস্থায় আল আমিনকে দেখতে পায়। পরিবারের লোকজনের সহযোগিতায় পুলিশ ঘরের দরজা ভেঙ্গে আল আমিনের মরদেহ উদ্ধার করে।

    স্থানীয় ইউপি সদস্য অজিত চন্দ দাস বলেন মৃত শওকত আলীর স্ত্রী কল্পনা বেগম সৌদিআরব প্রবাসে আছেন বাড়ীতে ৩বোন ১ভাই থাকেন রাতে ৩বোন চাচীর ঘরে ছিলেন সকালে ঘরের দরজা বন্ধ দেখে ডাকাডাকি করেও দরজা না খোলায় আমাকে খবর দিলে আমি স্থানীয় লোকজনকে সাথে নিয়ে দরজার উপর দিয়ে লাইট মেরে দেখি আল আমিন ফাসি দিয়েছে পরে থানায় খবর দিয়েছি পুলিশ এসে নিহতের মরদেহ উদ্ধার করেছে।

    দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃআবুল হাসেম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন শনিবার দুপুর ১২ ঘটিকায় পুলিশ নিহত আল আমিনের মরদেহ উদ্ধার করে সুরুত হাল প্রতিবেদন প্রস্তুত করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ময়নাতদন্ত শেষে নিহতের কারণ জানা যাবে।

    আরও খবর

    Sponsered content