• লিড

    আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সিলেটে সার্চের আলোচনা সভা অনুষ্ঠিত

      প্রতিনিধি ২২ ফেব্রুয়ারি ২০২২ , ১১:৫৬:২১ অনলাইন সংস্করণ

    স্টাফ রিপোর্টারঃ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস উপলক্ষ্যে গতকাল ২১ ফেব্রুয়ারী ২০২২ খ্রিঃ বেলা ৪ ঘটিকায় সংগঠনের অস্থায়ী কার্যালয় নগরীর গোল্ডেন টাওয়ারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
    সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশ সিলেট জেলা শাখার সভাপতি এস এম ওয়াহিদুল ইসলাম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তুহিনুর রহমান শাহ জাহানের পরিচালনায়- উপস্থিত ছিলেন সার্চ মানবাধিকার সোসাইটি সিলেট জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি ভাটি বাংলা মিডিয়া গ্রুপের চেয়ারম্যান মোঃ এনামুল হক এনাম, সহ-সভাপতি মাহবুব বকত চৌধুরী, সহ-সভাপতি ইদ্রিছ চৌধুরী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তুষার চৌধুরী, সহ সাধারণ সম্পাদক রায়হান আহমেদ চৌধুরী, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ কামরান হোসাইন, সহ অর্থ সম্পাদক মোঃ আযাদ মিয়া, সহ ক্রীড়া সম্পাদক লীজান আহমেদ, সহ-প্রচার সম্পাদক মোঃ সানোয়ার হোসাইন তাহমিদ, নির্বাহী সদস্য বক্কর মিয়া প্রমূখ। এছাড়াও সিলেট মহানগর কমিটির নতুন সদস্য অন্তর্ভুক্ত করা হয়েছেন শামছুর রহমান জাবেদ, মুরাদ হাসান চৌধুরী, আকতার হোসাইন সাইমন, রাজন আহমেদ আরিয়ান সহ এয়ারপোর্ট থানার আরও কয়েকজন।
    আলোচনা সভা শেষে সার্চ মানবাধিকার সোসাইটি সিলেট জেলা শাখার আওতাধীন সিলেট মহানগর শাখা, দক্ষিণ সুরমা উপজেলা, বিশ্বনাথ উপজেলা, সিলেট জালালাবাদ থানা, শাহপরান থানা ও বিমানবন্দর থানার আহ্বায়ক কমিটি গঠন করে আগামী ১৫ মার্চের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার জন্য দায়িত্ব প্রদান করা হয়।

    আরও খবর

    Sponsered content