প্রতিনিধি ১৯ ফেব্রুয়ারি ২০২২ , ৭:২৮:৪১ অনলাইন সংস্করণ
হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন যুক্তরাজ্য প্রবাসী মোঃ গোলাব আলী । আর মাত্র কয়েক ঘন্টা বাকী। সমাগত ২১শে ফেব্রুয়ারী মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ১৯৫২ সালের এই দিনে মায়ের ভাষা বাংলার দাবীতে শাহাদাৎ বরনকারী সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলাধীন ১ নং কলকলিয়া ইউনিয়ন এর অন্তর্ভুক্ত ঘিপুড়া ( রাজ বাড়ী) গ্রাম নিবাসী যুক্তরাজ্য প্রবাসী আওয়ামী লীগ নেতা মোঃ গোলাব আলী । সকল ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভূলিতে পারি। ১৯৫২ সালের ২১ শে ফেব্রুয়ারী মায়ের ভাষা বাংলার দাবীতে শাহাদাৎ বরনকরী বাংলা মায়ের দামাল ছেলে সালাম,রফিক ও জব্বার সহ নাম না-জানা আরো অনেকের আত্বত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি মায়ের ভাষা বাংলা। তাঁদের রক্তে রঞ্জিত পিচ্চিল সিঁড়ি বেয়ে আমরা পেয়েছি লাল সবুজ এর পতাকা, আমরা গর্বিত স্বাধীন সার্বভৌম বাংলাদেশের বাসিন্দা। আসুন আমরা সবাই মিলে ২১ শে ফেব্রুয়ারী শহীদ মিনারে ফুল দিয়ে তাঁদের প্রতি শ্রদ্ধা নিবেদন করি।