• সুনামগঞ্জ

    দিরাই পৌরসভাধীন ভরারগাওয়ে মাদ্রাসার নির্মাণ কাজের উদ্বোধন

      প্রতিনিধি ১৭ ফেব্রুয়ারি ২০২২ , ৬:২৫:১৬ অনলাইন সংস্করণ

    মোঃ মিজান মিয়া, দিরাই প্রতিনিধিঃ দিরাই পৌরসভার ৯ নং ওয়ার্ডের ভরারগাওয়ের পশ্চিম প্রান্তে দিরাই শ্যামারচর রোডে গতকাল মাদ্রাসার নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। মাদ্রাসসার পরিচালক মাওলানা এবিএম নোমানের সভাপতিত্বে মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বিশিষ্ট ইসলামি বক্তা টুক দিরাই মাদ্রাসার মুহতামিম শায়খ সাদিকুর রহমান,ও নবনির্বাচিত চেয়ারম্যান জহিরুল ইসলাম জুয়েল রাজানগর ইউনিয়ন পরিষদ উপস্থিত ছিলেন দিরাই জামেয়ার মুহতামিম মওলানা আব্দুল কাদির, চান্দিপুর মাদ্রাসার মুহতামিম মাওলানা নুর উদ্দিন আহমদ, খেলাফত মজলিশ দিরাই উপজেলা সভাপতি মাওলানা শরিফ উদ্দিন, সুরমা কলেজের প্রভাষক মোস্তাহার মিয়া মোস্তাক, বোরহান উদ্দিন সরদার, আব্দুস সালাম, দিরাই ডিএসএস একাডেমির চেয়ারম্যান শাহ জাহান সিরাজ, হাজী আব্দুর রকিব, বশর মিয়া, আবু সালেহ, সাংবাদিক জাকারিয়া হোসেন জোসেফ, মোঃ বদরুজ্জামান বদরুল, মুজাহিদুল ইসলাম সর্দার প্রমুখ।
    দৈনিক ভাটি বাংলাকে মাদ্রাসার পরিচালক মাওলানা এবিএম নোমান বলেন- দেশ-বিদেশের মুসিল্লিদের আন্তরিক সহযোগিতায় আনুষ্ঠানিকভাবে মাদ্রাসা নির্মাণের কাজ শুরু করতে পেরেছি, পূর্ণাঙ্গ সফলতার জন্য মহান রবের দরবারে সাহায্য ও আপনাদের সহযোগিতা কামনা করি। একটি মাদ্রাসার একাডেমিক ভবন নির্মাণকাজ অনেক ব্যয়বহুল। দেশ-বিদেশের মুসল্লিদের আর্থিক সহযোগিতা কামনা করছি। সহায়তা পাঠাতে- বিকাশ পারসোনাল, (পরিচালক) ০১৭১৩-৮১২৫০৩।

    0Shares

    আরও খবর

    Sponsered content