• মাদকদ্রব্য উদ্ধার/আটক

    সুনামগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ মাধক বিক্রেতা জয়নাল আটক

      প্রতিনিধি ১৬ ফেব্রুয়ারি ২০২২ , ৯:১৫:০৮ অনলাইন সংস্করণ

    কে এম শহীদুল সুনামগঞ্জ: সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশের অভিযানে উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের ঘাসিগাঁও গ্রামে অভিযান পরিচালনা করে ৩২০পিস ইয়াবা ও ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী মো: জয়নাল আবেদীন(৪০) নামে এক মাধক বিক্রেতাকে আটক করা হয়েছে। ১৫ ফেব্রুয়ারী মঙ্গলবার গভীর রাতে সদর থানার অফিসার ইনচার্জ মো: ইখতিয়ার উদ্দিনের নির্দেশনায় এস আই মো: শরীফ উদ্দিনের নেতৃত্বে এস আই (নিঃ) মো: জাহাঙ্গীর হোসাইন, এ এসআই (নিঃ) রাশেদ উদ্দিনসহ সঙ্গীয় পুলিশের একটি টিম ইউনিয়নের ঘাসিগাঁও গ্রামে অভিযান পরিচালনা করে ইয়াবা এবং গাঁজাসহ মাদক ব্যবসায়ী জয়নালকে আটক করেন। আটককৃত জয়নাল ঘাসিগাঁও গ্রামের মৃত আবুল কাসেমের ছেলে। জানা যায় মো: জয়নাল আবেদীন এবং মনু মিয়া নামে দুই ব্যক্তি ঘাসিগাঁও এলাকায় ইয়াবা ও গাঁজা ক্রয় বিক্রয় করে আসছে । খবর পেয়ে গোপন সংবাদের বিত্তিতে থানা পুলিশ মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করে ইয়াবা ও গাঁজাসহ মদক ব্যবসায়ী জয়নালকে গ্রেফতার করেন। এসময় তাকে তল্লাশি করে তার সাথে থাকা ৩২০পিস ইয়াবা এবং তার ঘরে রক্ষিত ২ কেজি গাঁজা উদ্ধার করেন। মনু মিয়া নামে একজন ইয়াবা ব্যবসায়ী পলাতক রয়েছে বলে জানা যায়। এব্যপারে সদর থানার অফিসার ইনচার্জ মো: ইখতিয়ার উদ্দিন জানান জয়নাল নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে এবং মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত আছে মাদক নির্মুলে পুলিশ কঠোঁর অবস্থানে ।

    আরও খবর

    Sponsered content