প্রতিনিধি ১৪ ফেব্রুয়ারি ২০২২ , ২:৩৫:০৩ অনলাইন সংস্করণ
হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর( সুনামগঞ্জ) প্রতিনিধিঃ জগন্নাথপুর এর দৃষ্টিহীন চয়ন তালুকদার এইচএসসি পরীক্ষায় ৩.৯২ পেয়ে উত্তীর্ণ হয়েছে। অনার্স পড়ার আগ্রহ। সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর এলাকার বাসিন্দা কৃষক নিতাই তালুকদার এর ছেলে জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজ এর শিক্ষার্থী দৃষ্টিহীন চয়ন তালুকদার ২০২১ সালের এইচএসসি পরীক্ষায় ৩.৯২ পেয়ে উত্তীর্ণ হয়েছে। এব্যাপারে দৃষ্টিহীন চয়ন তালুকদার এর বাবা নিতাই তালুকদার জানান, জন্ম থেকেই দৃষ্টিহীন চয়ন পড়াশোনায় ভীষণ মনোযোগী ছিল। ছোট বোন বৃষ্টি তালুকদার এর নিকট হতে পড়া শুনার মধ্য দিয়ে মুখস্থ করে সে। মুখস্থ পড়া দিয়েই শ্রুতি লেখক এর মাধ্যমে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। অতি কষ্টের মধ্যে অভাব অনটনে সংসার চালাচ্ছি। ছেলে মেয়ে দুজনই এইচএসসি পাশ করায় অত্যন্ত খুশি। অপ্রিয় হলেও সত্য যে আগামীতে কিভাবে লেখা -পড়া করাবো ভেবে পাচ্ছিনা। একান্ত আলাপকালে দৃষ্টিহীন চয়ন তালুকদার বলেন, বোনের ভালবাসা আর অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে এবং শিক্ষক মহোদয়গণের ভালবাসা আর সার্বিক সহযোগিতায় এইচএসসি পাশ করেছে। যারা আমাকে বিভিন্ন ভাবে সহযোগিতা করেছেন সকলের নিকট আমি চির কৃতজ্ঞ। এক প্রশ্নের জবাবে চয়ন আরো বলেন, অনার্স পড়তে চাই। জগন্নাথপুরে অনার্স পড়ার সুযোগ না থাকায় ভীষণ দুঃশ্চিন্তায় আছি। বাবার আর্থিক অভাব অনটন এর সংসার থেকে অনার্স পড়ার কথা ভাবতেও পারছিনা। জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজ এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ জাহিদুল ইসলাম বলেন, চয়ন তালুকদার এর পড়াশোনার আগ্রহ দেখে আমরা তাকে শ্রুতি লেখক এর ব্যবস্থা করে দেই। সে উত্তীর্ণ হওয়ায় আমাদের খুব ভাল লাগছে।