প্রতিনিধি ১৩ ফেব্রুয়ারি ২০২২ , ৫:০১:১৬ অনলাইন সংস্করণ
শফিকুল ইসলাম স্বাধীন বিশেষ প্রতিনিধিঃ ভারতীয় মদ, কয়লা, চিনি, পাথর, স্টীলবডি নৌকা, ইঞ্জিন এবং বাংলাদেশী মটর ডাল, মটর বুট আটক করেন। সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার পেকপাড়া বিওপির টহল দল সোমবার (১৩ ফেব্রুয়ারি) বেলা ১:০০ ঘটিকায় সীমান্ত পিলার ১২২৮/৪-এস এর নিকট হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উপজেলার ১নং বাংলাবাজার ইউনিয়নের পশ্চিম পেকপাড়া নামক স্থান হতে ৩৫ কেজি ভারতীয় চিনি এবং ১০০ কেজি বাংলাদেশী মটর বুট আটক করে, যার মূল্য ৬,৮০০/- টাকা। অপরদিকে জেলার তাহিরপুর উপজেলায় লাউরগড় বিওপির টহল দল শনিবার (১২ ফেব্রুয়ারি) ৫:২০ ঘটিকায় সীমান্ত মেইন পিলার ১২০৬ এর নিকট হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উপজেলার ৫নং বাধাঘাট ইউনিয়নের মোনাইপাড়া নামক স্থান হতে ১৭৮ বোতল ভারতীয় মদ আটক করে, যার মূল্য ২,৬৭,০০০/- টাকা। ট্যাকেরঘাট বিওপির টহল দল ১১:০০ ঘটিকায় সীমান্ত পিলার ১১৯৯/৪-এস এর নিকট হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উপজেলার ১নং উত্তর শ্রীপুর ইউনিয়নের বুরুঙ্গাছড়া নামক স্থান হতে ১,২৫০ কেজি কয়লা আটক করে, যার আনুমানিক মূল্য ১৬,২৫০/- টাকা। একইদিনে মাটিরবান বিওপির টহল দল ৮:৩০ ঘটিকায় সীমান্ত পিলার ১১৯০/৮-এস এর নিকট হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মধ্যনগর উপজেলার ১নং উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের কাইতাকোনা নামক স্থান হতে ০৯ বোতল ভারতীয় মদ আটক করে, যার মূল্য ১৩,৫০০/- টাকা। বিশ্বম্ভরপুর উপজেলার ডুলুরা বিওপির টহল দল ১:০০ ঘটিকায় সীমান্ত পিলার ১২১২/৫-এস এর নিকট হতে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উপজেলার ১নং শলুকাবাদ ইউনিয়নের ধোপাযান চলতি নদী হতে (৪০০ ঘনফুট) ভারতীয় পাথর এবং ইঞ্জিনসহ (১টি) স্টীলবডি নৌকা আটক করে, যার আনুমানিক মূল্য ১০,৮৮,০০০/- টাকা। একই উপজেলার চিনাকান্দি বিওপির টহল দল ৬:৫০ ঘটিকায় সীমান্ত পিলার ১২১০/৯-এস এর নিকট হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উপজেলার ৩নং ধনপুর ইউনিয়নের রাজাপাড়া নামক স্থান হতে ১২০ কেজি বাংলাদেশী মটর ডাল আটক করে, যার আনুমানিক মূল্য ৪,৮০০/- টাকা। সুনামগঞ্জ সদর উপজেলার বনগাঁও বিওপির টহল দল ২:৩০ ঘটিকায় সীমান্ত পিলার ১২১৬/৭-এস এর নিকট হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সদর উপজেলার ২নং রংগারচর ইউনিয়নের কান্দিরগাঁও নামক স্থান হতে ১৫০ কেজি বাংলাদেশী মটর ডাল আটক করে, যার আনুমানিক মূল্য ৬,০০০/- টাকা সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অধিনায়ক মো: মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান। আটককৃত ভারতীয় মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় এবং কয়লা, চিনি, পাথর, স্টীলবডি নৌকা, ইঞ্জিন ও বাংলাদেশী মটর ডাল, মটর বুট শুল্ক কার্যালয় সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সর্বমোট সিজার মূল্য ১৪,০২,৩৫০/- টাকা।