• গ্রেফতার/আটক

    জগন্নাথপুরে পৃথক মামলার ৪ আসামী গ্রেপ্তার

      প্রতিনিধি ১২ ফেব্রুয়ারি ২০২২ , ৮:১৬:০৫ অনলাইন সংস্করণ

    হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ জগন্নাথপুরে বিভিন্ন মামলার পলাতক আসামী ইসলাম (৬০), কবির (৩৪), হরুপ(৪৭) ও জাহেদ (২৪) নামক ৪ আসামীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। থানা ও স্থানীয় সুত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান এর দিক নির্দেশনায় অত্র থানার এসআই মোঃ জিন্নাতুল ইসলাম এর নেতৃত্বে একদল পুলিশ ১১ ই ফেব্রুয়ারী রোজ শুক্রবার দিবাগত রাতে বিশেষ অভিযান পরিচালনা করে আদালত কর্তৃক গ্রেপ্তারি পরোয়ানা ভূক্ত পলাতক আসামী জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়ন এর অন্তর্ভুক্ত ঐহারদাস গ্রাম নিবাসী মৃত আজমান উল্লার ছেলে ইসলাম উদ্দিন (৬০), মৃত আব্দুল খালিক এর ছেলে হরুপ মিয়া(৪৭), ইসলাম উদ্দিন এর ছেলে জাহেদ মিয়া (২৪) ও কবির মিয়া(৩৪) কে গ্রেপ্তার করেন। তাদেরকে জেল হাজতে প্রেরন করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে ছিল। জগন্নাথপুর থানার চৌকস এসআই মোঃ জিন্নাতুল ইসলাম গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত আসামীদের আজ ১২ ই ফেব্রুয়ারী রোজ শনিবার সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

    আরও খবর

    Sponsered content