• সুনামগঞ্জ

    ভাটিপাড়াকে মডেল ইউনিয়ন করতে চান নব নির্বাচিত চেয়ারম্যান মিফতা চৌধুরী

      প্রতিনিধি ১১ ফেব্রুয়ারি ২০২২ , ৭:৪৪:১২ অনলাইন সংস্করণ

    মোঃ বদরুজ্জামান বদরুল বিশেষ প্রতিনিধি। গতকাল দুপুর ১২ঘটিকার সময় ভাটিপাড়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স নব নির্বাচিত চেয়ারম্যান এর দায়িত্ব গ্রহণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়। নবনির্বাচিত চেয়ারম্যান বদরুল ইসলাম মিফতা চৌধুরীর সভাপতিত্বে পরিষদের সচিব জাকির হোসেন এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিরাই উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসার কামরুল ইসলাম, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিদায়ী চেয়ারম্যান মোঃ শাহজাহান কাজি আরো বক্তব্য রাখেন বিদায়ী মেম্বার কর্ণ বাবু, ৩ নং ওয়ার্ডের মেম্বার ছালেকনুর এছাড়াও বক্তব্য রাখেন সাবেক ও বর্ত্মান ইউপিসদস্য বৃন্দ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। নব নির্বাচিত চেয়ারম্যান মিফতা চৌধুরী বলেন ইউনিয়নবাসী ও এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় দিরাই উপজেলার ২নং ভাটিপাড়া ইউনিয়নকে উন্নয়নের রোড মডেল করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরো বলেন ইউনিয়ন বাসীর ট্যাক্সের টাকা সরকারের কোষাগারে সঠিকভাবে জমা হয়েছে কিনা তা খতিয়ে দেখবেন। জন্মনিবন্ধনে অতিরিক্ত টাকা নেওয়ার বিষয়ে তীব্র নিন্দা জানান, এখন থেকে জন্ম নিবন্ধন বা যে কোন কাজে অতিরিক্ত টাকা নিলে চেয়ারম্যানকে অবহিত করার জন্য বিনীত অনুরোধ করেন। নব নির্বাচিত পরিষদের সকল সদস্য ও মহিলা সদস্যাদের ও এলাকাবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।

    আরও খবর

    Sponsered content