প্রতিনিধি ৫ ফেব্রুয়ারি ২০২২ , ৮:০৫:৪৬ অনলাইন সংস্করণ
হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ জগন্নাথপুর এর কলকলিয়া বাজার এর সাথে সংযোগ স্থাপনকারী ঢালিয়া নদীর উপর গার্ডার সেতু নির্মাণ কাজে ধীরগতি পরিলক্ষিত হচ্ছে। দ্রুততার সহিত এই সেতুর নির্মাণ কাজ সম্পন্ন হবে কিনা এ নিয়ে জনমনে সংসয় দেখা দিয়েছে। ৩ রা ফেব্রুয়ারী রোজ বৃহস্পতিবার দুপুরে সরেজমিনে ঘুরে দেখাযায় ও জানাযায়, অতি কম সময়ে সুনামগঞ্জের জগন্নাথপুর-পাগলা সড়ক এলাকার ঘুংগিয়ারগাঁও গ্রাম এলাকা থেকে জগন্নাথপুর উপজেলাধীন কলকলিয়া বাজারে সংযোগ স্থাপনকারী অত্র বাজার এর উত্তর পার্শ্বে ঢালিয়া নদীর উপর দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও ত্রাণ মন্ত্রণালয় (ডিডিএম) এর বাস্তবায়নে ৬৪ লাখ ৮হাজার ৯ শত ১৬ টাকা ব্যয় সাপেক্ষে ১৫ মিটার দৈর্ঘ্য গার্ডার সেতুর নির্মাণ কাজ এর টেন্ডার পেয়েছে স্থানীয় ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স খান এন্টারপ্রাইজ। গত ১লা জানুয়ারী থেকে ৩ রা জানুয়ারী পর্যন্ত ঠিকাদারি প্রতিষ্ঠান এর লোকজন সেতু এলাকায় কাজ করলেও বিগত প্রায় এক মাস ধরে আজ ৩ রা ফেব্রুয়ারী পর্যন্ত কাজের গোড়ায় নির্মাণ কাজ এর কোনো লোকজন নেই।মাঝেমধ্যে যদিও ঠিকাদারি প্রতিষ্ঠান এর প্রোপাইটার জাহাঙ্গীর খান নির্মাণ কাজ এলাকায় আসেন। দ্রততার সহিত এই সেতুর নির্মাণ কাজ সম্পন্ন হবে কিনা এ নিয়ে জনমনে সংশয় দেখা দিয়েছে। কেননা সমাগত ঝড়-বাদল সহ নদীতে আসতে পারে গুলার পানি। এতে কলকলিয়া বাজার এর ক্রেতা-বিক্রেতা ও জনসাধারণকে পোহাতে হবে চরম ভোগান্তি। এই দিকে চলাচলকারীরা বাশের সাঁকোর উপর নির্ভরশীল।বর্ষা মৌসুমে এনদীতে প্রচন্ড স্রোত ধারা থাকায় পা পিছলে ছোটখাটো দুর্ঘটনা ঘটে হরহামেশা। বিধায় জনস্বার্থে দ্রুততার সহিত এই সেতুটির নির্মাণ কাজ সম্পন্ন করার সংশ্লিষ্টদের প্রতি জোরদবী জানিয়েছেন স্থানীয়রা। এবিষয়ে স্থানীয় একাধিক ব্যক্তি তাদের অভিপ্রায় ব্যক্ত করতে গিয়ে বলেন, একমাস আগে দেখেছি সেতু নির্মাণ এলাকায় লোকজন কাজ করছেন। কিন্তু আজ অবদি কাজ করতে দেখা যাচ্ছেনা। এতে মনে হয় আদো কাজ হবে কিনা। কারন আমাদের দেশে ছয় মাসের কাজ ছয় বছরেও শেষ হয়না। আমাদের ভোগান্তি নিরসনে দ্রুততার সহিত কাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট বিভাগের সুদৃষ্ট কামনা করছি। এব্যাপারে মেসার্স খান এন্টারপ্রাইজ এর প্রোপাইটার জাহাঙ্গীর খান বলেন, এটা আমার নিজের এলাকা। জনভোগান্তী নিরসনে দ্রততার সহিত নির্মাণ কাজ শেষ করাই আমার লক্ষ্য। ইতিমধ্যে সেতুর পাইলিংয়ের বল্লম রেডি করা হয়েছে।