প্রতিনিধি ৩১ জানুয়ারি ২০২২ , ২:৫৯:২২ অনলাইন সংস্করণ
এম এ গফফার, (ডার্নাল শেফিল্ড) যুক্তরাজ্য থেকেঃ লন্ডন বাংলা প্রেস ক্লাবের নির্বাচন ও দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। লন্ডন বাংলা প্রেস ক্লাবের নির্বাচনে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন সাপ্তাহিক পত্রিকার সম্পাদক এদাদুল হক চৌধুরী, সেক্রেটারি সাপ্তাহিক দেশ পত্রিকার সম্পাদক তাইসির মাহমুদ ও ট্রেজারার হিসেবে বাংলা পোস্টের সালেহ আহমদ নির্বাচিত হন।
ব্রিটেনের বাংলা মিডিয়ার সবচেয়ে বড় প্রতিনিধিত্বশীল সংগঠন লন্ডন বাংলা প্রেস ক্লাবের দ্বিবার্ষিক সম্মেলন ও সাধারণ নির্বাচন আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়েছে। রোববার ৩০ জানুয়ারি পূর্ব লন্ডনের ইম্প্রেশন হলে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।
এতে দুটি প্যানেলে মোট ১৫টি পদে ৩০ জন ও স্বতন্ত্র হিসেবে ৩ জনসহ মোট ৩৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
লন্ডন বাংলা প্রেস ক্লাবের ২০২২-২০২৪ সালের জন্য নির্বাচনে যারা বিজয়ী হয়েছেন— প্রেসিডেন্ট এমদাদুল হক চৌধুরী (প্রাপ্ত ভোট ১৮২), সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তারেক চৌধুরী (১৯৮ ভোট), ভাইস প্রেসিডেন্ট রহমত আলী (১৭১ ভোট), জেনারেল সেক্রেটারি তাইসির মাহমুদ (১৭৬ ভোট), অ্যাসিসটেন্ট জেনারেল সেক্রেটারি সাঈম চৌধুরী (১৫৫ ভোট), ট্রেজারার সালেহ আহমদ (১৭৮ ভোট), অ্যাসিসটেন্ট ট্রেজারার মোহাম্মদ আব্দুল কাইয়ুম (১২৫ ভোট), অরগেনাইজিং সেক্রেটারি ইমরান আহমদ (১৬১ ভোট), মিডিয়া অ্যান্ড আইটি সেক্রেটারি মো. আবদুল হান্নান (১৭৫ ভোট), ইভেন্ট অ্যান্ড ফ্যাসিলিটিস সেক্রেটারি মো: রেজাউল করিম মৃধা (১৭৪ ভোট)।
এছাড়া নির্বাহী সদস্য পদে যারা বিজয়ী হয়েছেন – আহাদ চৌধুরী বাবু (প্রাপ্ত ভোট ২১৬), নাজমুল হোসেন ( ১৭৩ ভোট), আনোয়ার শাহজাহান (১৫৪ ভোট), শাহনাজ সুলতানা (১৪৭ ভোট), মো. সারওয়ার হোসেন ( ১৪৮ ভোট)।
উল্লেখ্য, লন্ডন বাংলা প্রেস ক্লাবের এবারে নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন বজলুর রশীদ এমবিই। অন্যান্য নির্বাচন কমিশনার ছিলেন আজিজ চৌধুরী ও ব্যারিস্টার আনোয়ার বাবুল মিয়া।
ফলাফল ঘোষণার আগে আলোচনা পর্বে অতিথি হিসেবে অংশ নেন- ব্রিটিশ এমপি আফসানা বেগম, লন্ডনে বাংলাদেশ হাইকমিশনার সাঈদা মুনা তাসনিম, ব্রিটিশ প্রধানমন্ত্রীর মিডিয়া সার্ভিসে কর্মরত রনি মির্জা প্রমুখ। এ অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন ফাহমিদা নবীসহ অন্যরা।