• সুনামগঞ্জ

    ভাটিপাড়া ইউপির নবনির্বাচিত জনপ্রতিনিধিদের সংবর্ধনা অনুষ্ঠিত

      প্রতিনিধি ১৪ জানুয়ারি ২০২২ , ৭:১৭:১৪ অনলাইন সংস্করণ

    দিরাই প্রতিনিধিঃ দিরাই উপজেলার ২ নং ভাটিপাড়া ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ও মেম্বারদের সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাতে ভাটিপাড়া ইউনিয়নের মধুরাপুর আল আমিন সমাজকল্যাণ সংস্থা’র উদ্যোগে শাহজালাল ( র) বাজারে এ সংবর্ধনাসভা সভা অনুষ্ঠিত হয়। মাওলানা নুরুল ইসলামের সভাপতিত্বে ও মাওলানা জাবির হোসাইন চৌধুরীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবনির্বাচিত চেয়ারম্যান বদরুল ইসলাম চৌধুরী মিফতা। বক্তব্য রাখেন নবনির্বাচিত ২ নং ওয়ার্ডের হেট্টিক বিজয়ী মেম্বার শাহাদ্বীব আলী, ৯ নং ওয়ার্ডের নবনির্বাচিত মেম্বার সুমিত পাল, ৮ নং ওয়ার্ডের নবনির্বাচিত মেম্বার রবিন্দ্র কুমার দাস, ৭ নং ওয়ার্ডের নবনির্বাচিত মেম্বার রফিকুল ইসলাম, ৬ নং ওয়ার্ডের নবনির্বাচিত মেম্বার মামুন চৌধুরী, ৪ নং ওয়ার্ডের নবনির্বাচিত মেম্বার ছামিন নুর মিয়া, ৩ নং ওয়ার্ডের নবনির্বাচিত মেম্বার সামছুল ইসলাম,সুরমা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রভাষক মোস্তাহার হোসেন মোস্তাক, সাংবাদিক সৈদুর রহমান তালুকদার,মাওলানা এনামুল হক, সমাজকর্মী এহিয়া আহমেদ লিটন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজকর্মী ফখরুল ইসলাম, দিল হক তালুকদার, সৈয়দ সুজন আহমেদ, ফিরোজ আলী তালুকদার সংগঠনের সভাপতি মাওলানা শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক মাহদি হাসান পাভেল প্রমুখ। প্রধান অতিথির বক্তব্য কালে বদরুল ইসলাম চৌধুরী মিফতা বলেন আল আমিন সমাজকল্যাণ সংস্থা’র পক্ষ থেকে যে সংবর্ধনা দেওয়া হয়েছে তা আমি ও আমার পরিষদ কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা আমাদের যে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্ব যেন আল্লাহ তায়ালা সুষ্ঠু ও সঠিকভাবে পালন করার তৌফিক দান করেন সেই জন্য সবার কাছে দোয়া চাই। আমার স্বপ্ন আমি ভাটিপাড়া ইউনিয়নের সরকারের উন্নয়ন বঞ্চিত ভাটিপাড়া ইউনিয়নে উন্নয়নের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত করতে।

    আরও খবর

    Sponsered content