• সুনামগঞ্জ

    সুনামগঞ্জে তিনদিন ব্যাপী প্রশিক্ষণের সমাপ্ত

      প্রতিনিধি ১৩ জানুয়ারি ২০২২ , ১১:৫১:৩৪ অনলাইন সংস্করণ

    সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউ জি ডিপি) এর আওতায় ট্রাফিক আইন বিষয়ে সচেতনতা ও যৌন হয়রানি রোধ বিষয়ে গাড়ি চালকদের তিনদিন ব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত করা হয়েছে।

    বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলা পরিষদ ও স্থানীয়,সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো- অপারেশন এজেন্সী (জাইকার) সহযোগিতায় সদর উপজেলা মিনলায়তনে ১১ থেকে ১৩ জানুয়ারী পর্যন্তু এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।


    তিনদিন ব্যাপী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান শাহারিয়ার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন,সুনামগঞ্জ সদর উপজেলার ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, অ্যাড.আবুল হোসেন প্রমুখ।
    অনুষ্ঠানে বক্তারা বলেন, যৌন হয়রানি রোধে সবাইকে এক্যবদ্ধ হয়ে কাজ করতে হব। কারণ কোন নারীকে যদি কেউ হয়রানি করে তাহলে সাথে সাথে প্রতিবাদ করতে হবে। এবং পুলিশকে জানাতে হবে।
    বক্তারা আরো বলেন, গাড়ি চালানোর সময় সর্বদা ট্রাফিক আইন মেনে চলতে হবে। ট্রাফিক সিগন্যাল অমান্য করা যাবে না ও অতিরিক্ত গতি পরিহার করতে হবে। মনে রাখতে হবে আপনার একটি অসতর্ক মুহূর্ত হতে পারে একটি দুর্ঘটনার কারণ।
    উল্লেখ্য- সুনামগঞ্জ সদর উপজেলার ৪০ জন গাড়ি চালক তিনদিন ব্যাপী ট্রাফিক আইন বিষয়ে সচেতনতা ও যৌন হয়রানি রোধ বিষয়ে প্রশিক্ষণে অংশ গ্রহণ করেন।

    0Shares

    আরও খবর

    Sponsered content