• হবিগঞ্জ

    হবিগঞ্জ সদর হাসপাতালে আগুন, অল্পের জন্য রক্ষা পেয়েছে ৩ শতাধিক রোগী

      প্রতিনিধি ১০ জানুয়ারি ২০২২ , ৯:০৭:১৬ অনলাইন সংস্করণ

    হবিগঞ্জ সদর হাসপাতালে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুন থেকে বাচতে হাসপতালের বিভিন্ন ওয়ার্ড থেকে রোগীরা হুড়াহুড়ি করে বের হতে গিয়ে অন্তত ১০ রোগী আহত হয়েছে। অল্পের জন্য রক্ষা পেয়েছে ৩ শতাধিক রোগী। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনে। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনাটি ঘটেছে।

    স্থানীয়রা জানান, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের চাদের উপর পরিত্যক্ত বেডে প্রথমে আগুনের সূত্রপাত ঘটে।

    আগুনের বিষয়টি প্রচার হলে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে থাকা রোগীরা হুড়াহুড়ি করে বের হয়। আগুনের খবর পেয়ে হবিগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনে। তাৎক্ষনিক আগুন নিয়য়ন্ত্রনে আনার কারনে হাসপাতালের তিন শতাধিক রোগী রক্ষা পেয়েছে বলে জানিয়েছেন রোগীরা। এতে অন্তত ১০ জন আহত হয়েছে।

    0Shares

    আরও খবর

    Sponsered content