• নির্বাচন

    কেন্দুয়ায় ইউপি নির্বাচনে নৌকা-৭ এবং স্বতন্ত্র-৫ চেয়ারম্যান প্রার্থী বিজয়ী, স্থগিত-১

      প্রতিনিধি ৭ জানুয়ারি ২০২২ , ১১:০২:০৫ অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক

    পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে নেত্রকোণার কেন্দুয়া উপজেলার ১৩টি ইউনিয়নে বুধবার (৫জানুয়ারি) ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বিশৃঙ্খলার কারণে ১১নং চিরাং ইউনিয়নের ছিলিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করায় ১২টি ইউনিয়নের ফলাফল ঘোষনা করা হয়।
    বিষয়টি নিশ্চিত করে কেন্দুয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহম্মদ হাবিবুর রহমান জানান, ভোট কেন্দ্রে মারামারির কারণে চিরাং ইউনিয়নের ছিলিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রটি স্থগিত ঘোষনা করা হয়। এর প্রেক্ষিতে নির্বাচন কমিশনে চিঠি দেওয়া হয়েছে। এই কেন্দ্রে চেয়াম্যান পদ, সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য পদে পুন:নির্বাচন হবে।

    কেন্দুয়ায় ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান হলেন যারা- মোজাফরপুর মো. জাকির আলম (নৌকা) ৮৬৬৬ ভোট-তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ফারজানা আফরোজ (ঘোড়া) ৬২৩১ ভোট। পাইকুড়া মোঃ ইসলাম উদ্দিন (নৌকা) ৭৯৭১ ভোট-তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. হুমায়ুন কবীর চৌধুরী (ঘোড়া) ৩১১৩ ভোট। মাসকা মো. আব্দুছ ছালাম বাঙালি (নৌকা) ৬০৬৬ ভোট-তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রেজাউল হাসান ভূঞা (ঘোড়া) ৪৩৩৩ ভোট। সান্দিকোনা বীর মুক্তিযোদ্ধা মোঃ আজিজুল ইসলাম (নৌকা) ৭৫৪৭ ভোট-তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাহাবুবুর রহমান খান মহসিন (আনারস) ৪৬৩৬ ভোট।গড়াডোবা মো. কামরুজ্জামান খান সোহাগ (নৌকা) ১১৬৭৫ ভোট-তার প্রতিদ্বন্দ্বী মো. জিয়া উদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ (হাতপাখা) ১০৯০ ভোট। দলপা মো. শাহীন মিয়া (নৌকা) ৭৩৯৩ ভোট-তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আমিনুর রহমান খান পাঠান (আনারস) ৩৯৬৯ ভোট।

    আশুজিয়া মো. মঞ্জুর আলী (নৌকা) ৪১২৩ ভোট-তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. রফিকুর ইসলাম ৩৫২১ ভোট। রোয়াইলবাড়ী আমতলা মো. লুৎফর রহমান (ঘোড়া) ৫৮৩৯ ভোট-তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শেখ নাজমুল হক (নৌকা) ৫৬৬৫ ভোট। কান্দিউড়া মো. মাহাবুব আলম (ঘোড়া) ৩৪৮৫ ভোট-তার প্রতিদ্বন্দ্বী তাপস ব্যানার্জী (নৌকা) ৩৪৮৪ ভোট। নওপাড়া মো. সারোয়ার জাহান কাউসার (ঘোড়া) ৪১৪২ ভোট-তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো.তাজুল ইসলাম (নৌকা) ৪১০৬ ভোট। বলাইশিমুল মো. ফজলু রহমান (ঘোড়া) ৩৮৪২ ভোট-তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র মো. আলী আকবর তালুকদার মল্লিক (চশমা) ৩৪৫০ ভোট। গন্ডা মো. শহীদুল ইসলাম আকন্দ (কল্যাণ) আনারস ৫৮৯৯ ভোট-তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. সনজু মিয়া (নৌকা) ৪৮৭২ ভোট।
    চিরাং ইউনিয়নের স্থগিত কেন্দ্রটি ছাড়া মশিউর রহমান ভূঞা লিটন (আনারস) ৪৪১৩ ভোট, মোস্তাক আহম্মদ (ঘোড়া) ১০৭৩ ভোট, মো. আব্দুল মান্নান (ইসলামী আন্দোলন বাংলাদেশ) হাতপাখা ৬৪৫ ভোট, মো. এনামুল কবীর খান (নৌকা) ৪৩০১ ভোট, মো. জসীম উদ্দিন ভূইঁয়া (জাতীয় পার্টি) লাঙ্গল ১২৬ ভোট।

    আরও খবর

    Sponsered content