প্রতিনিধি ২৯ ডিসেম্বর ২০২১ , ১:২৩:৫৯ অনলাইন সংস্করণ
মাইনুল হক সুনামগঞ্জঃ গত ২৬ ডিসেম্বর ২০২১ সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন ঘিরে প্রশাসনের চাদরে ঢাকা ছিল বিশ্বম্ভরপুর উপজেলা ও বিশ্বম্ভরপুর উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে অবাধ সুষ্ঠ নিরপক্ষ নির্বাচন উপহার দিয়ে প্রশংসিত হয়েছেন বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদি উর রহিম জাদিদ, বিশ্বম্ভরপুর উপজেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আবদুর রহমান ও বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল হোসেন। নির্বাচন ঘিরে অনেক জল্পনা কল্পনা ছিলো শুরুতে কিন্তু বিশ্বম্ভরপুর উপজেলার সব কয়টি ইউনিয়নে নিরপেক্ষ ও স্বচ্ছ নির্বাচনে সাধারণ ভোটার তথা জনগনের ভোটে চেয়ারম্যান ও মেম্বার নির্বাচিত করা হয়েছে। নির্বাচনের শুরু থেকেই প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা ছিল অতুলনীয় নিরপেক্ষতার পার্সেন্ট দিতে গেলে ১০০% দিতে হবে বলে মন্তব্য করেন স্থানীয় সুশীল সমাজ ও রাজনীতিবিদরা। বিশ্বম্ভরপুর উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনী প্রচারনার শুরু থেকে শেষ পর্যন্ত তথা ভোটকেন্দ্রে লক্ষ্য করে দেখা গেছে আ’লীগ,জাতীয়পার্টি ও স্বতন্ত্র প্রার্থীর কোন অভিযোগ ছিল না। সকল প্রার্থী সমান অধিকার নিয়ে প্রচার প্রচারণা, উঠান বৈঠক ও গণসংযোগ করেছেন চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীরা। বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়ন ও ফতেপুর ইউনিয়ন নির্বাচনের দায়িত্বে থাকা রিটানিং অফিসার মোহাম্মদ আবদুর রহমানের নির্দেশনায় বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ ইকবাল হোসেনের নেতৃত্বে বিশ্বম্ভরপুর উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনের মাঠ প্রশাসনের চাদরে ঢেকে রেখে ছিলে পুলিশ, বিজিপি, র্যাব ও আনসার বাহিনী দিয়ে। বিশ্বম্ভরপুরের সলুকাবাদ ও ফতেপুর ইউনিয়নের স্থানীয় সাধারণ ভোটাররা বলেন, এবারের নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ হয়েছে এবং ভোটারদের মাঝে কোন দ্বিধা দ্বন্দ্ব সৃষ্টি হয় নাই এক কথায় সব মিলে সুন্দর নির্বাচন উপহার দিয়েছেন উপজেলা প্রশাসন ও নির্বাচনের দায়িত্বে থাকা বিশ্বম্ভরপুর উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার ও উপজেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আবদুর রহমান। নির্বাচনী তফসিল ঘোষণার পর থেকে শুরু করে নির্বাচন শেষ পর্যন্ত সর্বদা চেয়ারম্যান, মেম্বার প্রার্থী ও জনগণকে নির্বাচনী আইনবিধি সম্পর্কে সচেতনতা মূলক বক্তব্য রাখেন নির্বাচনী এলাকায় উপস্থিত হয়ে। এককথায় এই বছর বিশ্বম্ভরপুর উপজেলার ইউনিয়ন পরিষদের নির্বাচনে উপজেলা প্রশাসন ও উপজেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আবদুর রহমানের ভূমিকা ও কৃতিত্বছিল অসাধারণ।