প্রতিনিধি ২৮ ডিসেম্বর ২০২১ , ৩:৪১:৪৫ অনলাইন সংস্করণ
মোঃ বদরুজ্জামান বদরুল, বিশেষ প্রতিনিধিঃ সদ্য সমাপ্ত ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়ী চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক, অনলাইন নিউজ পোর্টাল সিলেটের সমাচার ও অনলাইন চ্যানেল এসএস টিভি’র চেয়ারম্যান, ৯০ দশকের তুখোড় ছাত্রনেতা,বাংলাদেশ ছাত্রলীগ (বাসদ) এর দিরাই কলেজ শাখার সাবেক সভাপতি, দিরাই প্রেসক্লাবের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক, দৈনিক সিলেট বাণী ব্যুরোচীপ, দিরাই থানা ডেভেলপমেন্ট অর্গেনাইজেশন ইউকের সাবেক সাধারণ সম্পাদক, বঙ্গবন্ধু লেখক ও সাংবাদিক ফোরাম ইউকের যুগ্ম-সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ হারুন মিয়া।
তিনি এক শুভেচ্ছা বার্তায় ভাটি অঞ্চল খ্যাত সুনামগঞ্জের দিরাই উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যানবৃন্দ সবাই বয়সে নবীন ও এবারই প্রথম বারের মতো জনপ্রতিনিধি হয়েছেন। আমি আশাবাদী এই তারুণ্য নির্ভর ইউনিয়ন পরিষদ দিরাই উপজেলার তৃণমূল পর্যায়ে উন্নয়ন তরান্বিত করতে বলিষ্ঠ ভূমিকা রাখবেন। প্রতিটি ইউনিয়ন হবে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত, দালালমুক্ত এবং জনবান্ধব সেবাধর্মী। এছাড়ও যারা জনগণের ভোটে সদস্য ও সদস্যা নির্বাচিত হয়েছেন আশাকরি তারাও জনবান্ধব ইউনিয়ন পরিষদ পরিচালনা করতে চেয়ারম্যানগণের সাথে মিলেমিশে সুষ্ঠুভাবে দায়িত্বপালন করবেন। মনে রাখতে হবে পুরাতন কেউ এবার নির্বাচিত হতে পারেননি, তাই আপনাদের একথা মাথায় রেখে কাজ করতে হবে- যাতে জনগণ আপনাদের কাজ ৫ বছর পরে ভালোভাবে মূল্যায়ন করতে পারে। জনস্বার্থ বিরোধী কাজ করলে আপনারাও আগামীতে প্রত্যাখাত হবেন। তাই আসুন বাসযোগ্য সুন্দর গ্রাম। ওয়ার্ড, ইউনিয়ন গঠন করি তাহলেই আমরা আদশ উপজেলা গঠন করতে পারবো।
নবনির্বাচিত চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য সবার সফলতা কামনা করছি।
শুভেচ্ছান্তেঃ-
হাজী মোহাম্মদ হারুন মিয়া
বার্মিংহাম, যুক্তরাজ্য।
বাগবাড়ি, দিরাই, সুনামগঞ্জ।