প্রতিনিধি ২৮ ডিসেম্বর ২০২১ , ১০:৫৮:৫৭ অনলাইন সংস্করণ
বিশেষ প্রতিনিধিঃ সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তনদী যাদুকাটার বালু মহাল (এক) দীর্ঘদিন প্রশাসনিক ঝটিলতায় বন্ধ থাকার পর পূনরায় ইজরারদারকে সীমানা নির্ধারণ করে দিয়েছেন জেলা প্রশাসন।
আজ মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জ জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলম সরেজমিন এসে সার্ভিয়ারের মাধ্যমে ইজারাদারকে নদীর তীরে লাল নিশানা টাঙ্গিয়ে সীমানা নির্ধারন করে দেন।
এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ ২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক মো. মাহবুবুর রহমান, তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান কবির, সহকারী কমিশনার (ভূমি) মো. আলাউদ্দিন, ব্যবসায়ী জিয়াউল হক, ইজারাদার সেলিম আহমদ, মো. আজাদ মিয়া, কাজী ফরহাদ হোসেন প্রমুখ।