• কৃষি সংবাদ

    জগন্নাথপুরে ফসল রক্ষা বাঁধের ৪৪টি প্রকল্পের কার্য্যাদেশ এখনো হয়নি! কৃষকরা দুশ্চিন্তায়

      প্রতিনিধি ২৬ ডিসেম্বর ২০১৯ , ১০:৫৬:১১ অনলাইন সংস্করণ

    মোঃ হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ জগন্নাথপুরের বোরো ফসল রক্ষা বেড়ীবাঁধ এর ৪৫টি প্রকল্পের মধ্যে ৪৪টি প্রকল্পের কার্য্যাদেশ (ওয়ার্ক ওয়াটার) এখনও হয়নি। যার ফলে নির্ধারিত সময়ের ১১ দিন অতিবাহিত হওয়ার পরও এখন পর্যন্ত এসব প্রকল্পের কাজ শুরু হয়নি। তবে ১৫ ই ডিসেম্বর একটি প্রকল্পে কাজ শুরু হয়েছ। এতে কৃষকরা দুশ্চিন্তায় ভুগছেন।

    পানি উন্নয়ন বোর্ড জগন্নাথপুর উপজেলা কার্যালয় সূত্রে জানাযায়, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার বিভিন্ন হাওরের আগামী বোরো ফসল রক্ষা বেড়িবাঁধ সংস্কার/নির্মাণ কাজের জরিপ কাজ শেষে গণশুনানির মাধ্যমে এবার ৪৫টি প্রকল্প বাস্তবায়ন কমিটি (সিআইসি) গঠন করে নীতিমালা অনুসারে ১৫ ই ডিসেম্বর উপজেলার মইয়ার হাওরের পাশে নলুয়ার হাওরের পোন্ডার-২ এর আওতায় ৩২ নং প্রকল্পে কাজের শুরু হয়। এই একটি প্রকল্প ছাড়া ২৬ শে পর্যন্ত জগন্নাথপুরে অন্য প্রকল্পে কাজ শুরু হয়নি। বিগত বছর ৫০ টি প্রকল্প বাস্তবায়ন কমিটির মাধ্যমে ৩১.৮৪২ কিলোমিটার বেড়ীবাঁধ এর কাজ হয়েছিল। যার বরাদ্দ ছিল সাড়ে ৫ কোটি টাকা। এবার জগন্নাথপুরে কাজ হবে ৪২.৩১০ কিলোমিটার। বরাদ্দ পাওয়া গেছে তিনকোটি টাকা। গত ১৫ ডিসেম্বর থেকে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড কর্তৃক জগন্নাথপুর উপজেলার নলুয়া হাওরের পোল্ডার-২ এর আওতাধীন ৩২ নং প্রকল্পের (পিআইসি) উপজেলার মইয়ার হাওরের পাশে স্থানীয় ষ্টীল ব্রীজের পশ্চিমাংশে কাজ চলছে। এই প্রকল্পের সঙ্গে আরো ৫টি প্রকল্পের কাজ শুরু হওয়ার কথা থাকলেও এই একটি প্রকল্প ছাড়াও আর কোনো প্রকল্পের কাজ ২৬ শে ডিসেম্বর পর্যন্ত শুরু হয়নি। এব্যাপারে জগন্নাথপুর উপজেলার একাধিক কৃষক তাদের অভিপ্রায় ব্যাক্ত করতে গিয়ে বলেন, ৪৫টি প্রকল্পের মধ্যে সবে মাত্র একটি প্রকল্পের কাজ শুরু হয়েছে। অন্যান্য গুলোর কার্যাদেশ এখনো হয়নি।কবে নাগাদ কার্য্যাদেশ হবে এবং কখন কাজ শুরু হবে তা নিয়ে দুশ্চিন্তায় আছেন। সামনে বৃষ্টি -বাদলের দিন। বেড়ীবাঁধ সংস্কার ও নির্মাণ কাজ দ্রুত গতিতে না করা হলে কাজ অসম্পূর্ণ থেকে যেতে পারে। হাওরের বোরো ফসল রক্ষার লক্ষে কাজের কার্য্যাদেশ এর পাশাপাশি কাজ শুরু করা একান্ত জরুরী।
    জগন্নাথপুর উপজেলা পানি উন্নয়ন বোর্ড এর উপ-সহকারি প্রকৌশলী হাসান গাজী বলেন, ৪৫ টি প্রকল্পের মধ্যে একটি প্রকল্পের কার্য্যাদেশ পাওয়া গেছে। অন্য ৪৪টি প্রকল্পের কার্য্যাদেশ এখনও পাওয়া যায়নি। আশা করছি, অচিরেই কার্য্যাদেশ পাওয়া যাবে।
    জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহফুজুল আলম মাসুম বলেন, নির্ধারিত সময়ের মধ্যে হাওরের ফসলরক্ষা বেড়িবাঁধের কাজ শেষ করা হবে।

    আরও খবর

    Sponsered content