প্রতিনিধি ২৫ ডিসেম্বর ২০২১ , ১১:৪৭:১৬ অনলাইন সংস্করণ
মোঃ বদরুজ্জামান বদরুল, বিশেষ প্রতিনিধিঃ আসন্ন ৩ নং রাজানগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোট ৬জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তন্মধ্যে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী বিশিষ্ট সমাজ সেবক ও জনদরদী হাজী নওশেরান চৌধুরী ভোটের মাঠে এগিয়ে রয়েছেন বলে বিভিন্ন গ্রামের একাধিক ভো্টার জানিয়েছেন। তিনি অবিরাম গণসংযোগ চালিয়ে যাচ্ছেন এবং তাঁর সমর্থনে প্রতিনিয়ত উঠান বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।
আগামীকাল ২৬ ডিসেম্বর সুনামগঞ্জের দিরাই উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদ এর নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে ৩নং রাজানগর ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক এর প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগ এর সাধারন সম্পাদক মোঃ শফিক মিয়া, স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী স্বসজ্জন রাজনীতিবিদ, বিশিষ্ট সমাজ সেবক ঘোড়া প্রতীক এর প্রার্থী হাজী নওশেরান চৌধুরী, সাবেক ইউপি সদস্য ও যুক্তরাজ্য প্রবাসী মোঃ নুরুল আমিন মোটরসাইকেল, রুনু মিয়া আনারস, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোঃ রানা মিয়া অটোরিকশা ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোঃ জহিরুল ইসলাম জুয়েল চশমা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এর মধ্যে ৩নং রাজানগর ইউনিয়ন এর গচিয়া চৌধুরী বাড়ির সুযোগ্য উত্তরসূরী স্বজ্জন রাজনীতিবিদ, বিশিষ্ট সমাজ সেবক হাজী নওশেরান চৌধুরী (ঘোড়া প্রতীক) ভোটের মাঠে এগিয়ে রয়েছেন। তিনি প্রতিনিয়ত কর্মী-সমর্থকদের সাথে নিয়ে পাড়া-মহল্লায়, গ্রামে-গঞ্জে ও গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলোতে অবিরাম গণসংযোগ করে জনসাধারণের সাথে কোশল বিনিময় করার পাশাপাশি দোয়া,ভালবাসা ঘোড়া প্রতীকে ভোট প্রার্থনা করছেন।
এতে সাড়া দিয়ে জনসাধারণ ভোট বিপ্লবের মাধ্যমে তাকে বিজয়ী করার প্রত্যয় ব্যক্ত করছেন। রাজানগর ইউনিয়নবাসীসহ বিভিন্ন অঞ্চলের মানুষের কাছে সৎ, জনদরদী ব্যক্তি হিসাবে হাজী নওশেরান চৌধুরী অতি সুপরিচিত।
তিনি ও তাঁর পরিবারের লোকজন বংশানুক্রমে মানব কল্যানে কাজ করে আসছেন।
একজন জনপ্রিয় ব্যক্তি হিসাবে এই নির্বাচনে তিনি বিজয়ী হবেন বলে তাঁর কর্মী-সমর্থক ও ভোটারবৃন্দ শতভাগ আশাবাদী।
এ ব্যাপারে একান্ত আলাপকালে রাজানগর ইউনিয়ন এর শতাধিক ভোটার তাদের অভিপ্রায় ব্যক্ত করতে গিয়ে বলেন, আমাদের ইউনিয়নে চেয়ারম্যান পদে ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন- তন্মধ্যে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী হাজী নওশেরান চৌধুরী একজন ভালো মানুষ। তিনি চেয়ারম্যান পদে আসীন হলে ইউনিয়নবাসীর উন্নয়ন হবে।
আমরা তাকে চেয়ারম্যান হিসাবে দেখতে চাই। এক প্রশ্নের জবাবে তারা আরো বলেন- কে কোন দল করি কিংবা দলীয় প্রতীক বড় কথা নয়, এটা স্থানীয় নির্বাচন। আমরা চাই ইউনিয়নবাসীর উন্নয়ন।
দলমতের উর্ধ্বে থেকে ইউনিয়নবাসীর সার্বিক উন্নয়ন এর স্বার্থে সৎযোগ্য- ব্যক্তি, চেয়ারম্যান পদপ্রার্থী হাজী নওশেরান চৌধুরীকে ঘোড়া প্রতীকে ২৬ তারিখ ভোট দিয়ে জয়যুক্ত করার লক্ষে কাজ করছি।
তাকে ভোট বিপ্লবের মাধ্যমে বিজয়ী করার জন্য ইউনিয়নবাসীর নিকট আকুল আবেদন জানাচ্ছি। হাজী নওশেরান চৌধুরী ঘোরা প্রতীকে বিপুল ভোটে বিজয়ী হবেন ইনশাল্লাহ।
এব্যাপারে হাজী নওশেরান চৌধুরী বলেন আমি বিগত কয়েক নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হয়ে সামান্য ভোটের ব্যবধানে হেরেছি আমি দৃঢ় আশাবাদী আগামীকালের (২৬ শে ডিসেম্বর) নির্বাচনে ঘোড়া প্রতীকে ভোট দিয়ে আমাকে বিজয়ী করে ইউনিয়নবাসীর উন্নয়নে সামিল করার সুযোগ দিবেন এইজন্য রাজানগর ইউনিনের সকলের নিকট আকুল আবেদন রাখছি।
এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন আমি আশাবাদী জনসাধারণ আমাকে ঘোড়া প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আমি মানুষের কল্যানে আমৃত্যু কাজ করে যাব।
কেজাউরা মাঠে শেষ নির্বাচনী জনসংযোগে মানুষের ঢলঃ
গত প্রচারণার শেষ দিনে কেজাউরা মাঠে রাত সাত ঘটিকার সময় ঘোড়া প্রতীকের সমর্থনে মোঃ জমির আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন ৩ নং রাজনগর ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী নওশেরান চৌধুরী ।
আরো বক্তব্য রাখেন আবু বক্কর চৌধুরী, ফারুক মিয়া আনোয়ারপুর, সাহারুল মধুপুর, লুৎফুর রহমান মধুপুর, নুর মিয়া মধুপুর,রুবেল মিয়া দলুয়া,মাওলানা শামছু মিয়া দলুয়া, টিসু দাস জাহানপুর, সোহেল মিয়া রান্নারচর,সাজিদ মিয়া দাপকাই, সিহাব মিয়া কাইমা, অ্যাডভোকেট মিজানুর রহমান অনন্তপুর, কাইয়ুম মিয়া জটিচর, আঃ তাহিদ দলুয়া,কেনু মিয়া আনোয়ারপুর, তাপষ তাং কেজাউর, রায়হান মিয়া অনন্তপুর, আবুল কালাম কাইমা, রিয়াজ উদ্দিন আনোয়ারপুর প্রমুখ।
বক্তারা সময় ঘোড়া প্রতীকের ৩ নং রাজনগর ইউপিতে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী নওশেরান চৌধুরকে বিজয়ী করতে সম্মিলিতভাবে কাজ করতে দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেন।