• সুনামগঞ্জ

    সুনামগঞ্জ প্রেসক্লাবের ২৫ সদস্য বিশিষ্ঠ নবগঠিত কমিটির আত্মপ্রকাশ

      প্রতিনিধি ১৯ ডিসেম্বর ২০২১ , ৮:০৪:৪০ অনলাইন সংস্করণ

    মাহতাব সভাপতি ও কুলেন্দু শেখর দাস সাধারন সম্পাদক

    সুনামগঞ্জ প্রতিনিধি: এস এ টিভির প্রতিনিধি মাহতাব উদ্দিন তালুকদারকে সভাপতি ও মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি কুলেন্দু শেখর দাস তালুকদারকে সাধারন সম্পাদক করে সুনামগঞ্জ জেলা প্রেসক্লাবের ২৩ সদস্য বিশিষ্ঠ নতুন কমিটি গঠন করা হয়েছে। রবিবার বিকেলে শহরের রৌজ গার্ডেন্ট রেস্টুরেন্টের কনফারেন্স রুমে বিজয় টিভির জেলা প্রতিনিধি অরুণ চক্রবর্তীর সভাপতিত্বে ও দৈনিক মুক্ত খবরের প্রতিিিনধ একে মিলন আহমদের সঞ্চালনায় কমিটির অন্যান্য সদস্যরা হলেন সিনিয়র সহ সভাপতি শামীম আহমদ তালুকদার,(ঢাকা প্রতিদিন),সহ সভাপতি অশোক তালুকদার,(মধুমতি টিভি), যুগ্ম সাধারন সম্পাদক একে মিলন আহমদ (দৈনিক মুক্ত খবর),সহ সাধারন সম্পাদক আব্দুল শহিদ(দৈনিক বিজয়ের কণ্ঠ),সহ সাধারন সম্পাদক মোঃ আফজাল হোসেন(দৈনিক আমার বার্তা),সহ সাধারন সম্পাদক মুহিবুর রেজা টুনু (দৈনিক আজকের বসুন্ধরা), দপ্তর সম্পাদক এমরান হোসেন (আনন্দ টিভি),প্রচার সম্পাদক-মিজানুর রহমান রুমান (দৈনিক হাওরাঞ্চলের কথা),নারী সম্পাদক জাকিয়া সুলতানা(দৈনিক প্রভাত),নির্বাহী সদস্য বিপলু রঞ্জন দাস(দৈনিক ডেসটিনি),আব্দুল কদ্দুস(দৈনিক আজকের প্রভাত),আবু হানিফ(দৈনিক আমার সংবাদ),তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক মো. আবু হানিফ(দৈনিক আমার সংবাদ),ক্রীড়া সম্পাদক আলী হোসেন(দৈনিক আলোর বার্তা)। সদস্যবৃন্দগণ হচ্ছেন মো. মোশাহিদ আহমদ (দৈনিক দেশ জগত),মোশারফ হোসেন লিটন(দৈনিক বিশ্ব মানচিত্র), আব্দ্লু আলীম(দৈনিক দেশকাল),উস্তার আলী(দৈনিক বর্তমান সময়) এম তাজুল ইসলাম তারেক(দৈনিক সন্ধাবানী) মো. আব্দুল কাইয়ূম(দৈনিক প্রতিদিনের সংবাদ) মো. উজ্জল হোসেন(দৈনিক হাওর বার্তা) ও তুষার আহমদ টিপু(দৈনিক সিলেট একপেস)। ## সুনামগঞ্জ প্রতিনিধি ১৯.১২.২০২১

    আরও খবর

    Sponsered content