• সংঘর্ষ

    তজুমদ্দিনে প্রবাসীর স্ত্রীকে মারপিট, হাসপাতালে ভর্তি

      প্রতিনিধি ১৮ ডিসেম্বর ২০২১ , ৬:৫১:০১ অনলাইন সংস্করণ


    তজুমদ্দিন প্রতিনিধি।। ভোলার তজুমদ্দিনে ওমান প্রবাসীর স্ত্রীকে ছোট দেবর কর্তৃক মারপিট করে আহত করার অভিযোগ পাওয়া গেছে। আহত ওই নারীকে তজুমদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়েছে।অভিযোগ সুত্রে জানা গেছে শুক্রবার (১৬ ডিসেম্বর) সকালে উপজেলার শম্ভুপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের আলতাবুর রহমানের ওমান প্রবাসী ছেলে তছলীমের স্ত্রী মাসুমা বেগম (৩৫) শশুরের জমিনে ধান ও মরিচ রোদে দেয়। তার ছোট দেবর আবুল কালাম মাকসুদ মরিচগুলো ফেলে দেয়। এনিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে মাকসুদ ও তার স্ত্রী পপি বেগম মিলে বড় ভাবী মাসুমাকে চুলের মুঠি ধরে এলোপাতাড়ি কিল ঘুষি ও লাথি মেরে আহত করে। পরে স্বজনরা তাকে উদ্ধার করে তজুমদ্দিন হাসপাতালে ভর্তি করেন। এবিষয়ে জানতে অভিযুক্ত মাকসুদের বাড়ীতে গেলে সাংবাদিক এসেছে শুনে সে স্ত্রী পপিকে নিয়ে সরে পড়ে। মাকসুদের পিতা আলতাবুর রহমান (৬৫) ঘটনার সত্যতা স্বীকার বলেন বিষয়টি আমরা পারিবারিক ভাবে মিট করার চেস্টা করছি। ওসি এসএম জিয়াউল হক জানান, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে

    আরও খবর

    Sponsered content