• নির্বাচন

    নৌকা মার্কার সমর্থকদের হামলায় মেম্বর সহ আহত-৭

      প্রতিনিধি ১৮ ডিসেম্বর ২০২১ , ৪:৫৮:১৭ অনলাইন সংস্করণ

    বাকেরগঞ্জ প্রতিনিধিঃ আগত ২৬ ডিসেম্বর দূর্গাপাশা ইউপি নির্বাচন ঘিরে সহিংসতা দিন দিন বেরেই চলছে। একের পর এক অভিযোগ উঠেছে নৌকার সমর্থকদের বিরুদ্ধে। পুলিশের উপস্থিতিতেই বেপরোয়া হয়ে সহিংসতায় জরাচ্ছে নৌকার সমার্থকরা। নৌকা মার্কা নিয়ে হানিফ তালুকদার মাঠে নামলেও অধিকাংশ আওয়ামীলীগের নেতারা রয়েছেন তার বিরুদ্ধে।
    এমন এক দৃশ্য দেখা যায় আজ ১৭ ডিসেম্বর গবিন্দপুর বাজারে নৌকা মার্কার প্রার্থীর বাড়ির সামনে। নৌকার সমার্থকরা বাজারের উপর দিয়ে মিছিল নিয়ে যাচ্ছে। তখন স্থানিয় ইউপি সদস্য ইউনিয়ন যুবলীগের সভাপতি জিএম মাসুদ ও যুবলীগ প্রচার সম্পাদক মনির সহ ইউপি সদস্য মাসুদের কয়েকজন সমর্থক তাদের মিছিল লক্ষ করে রাস্তা থেকে পাশের গলিতে সরে দাড়ায়। তখন নৌকার সমার্থকরা তাদের উপর পুলিশের উপস্থিতিতেই এলোপাথাড়ি হামলা চালায়। হামলায় ইউনিয়ন যুবলীগের সভাপতি মাসুদ সহ প্রায় ৭ জন আহত হয়। আহতদের পুলিশ উদ্ধার করে উন্নত চিাকিৎসার জন্য শেবাচিমে প্রেরন করেন। পুলিশের উপস্থিতিতেই এমন হামলায় আতংকিত এলাকাবাসি।
    হামলার পরপরে ঘটনাস্থান পরিদর্শন করেন বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলাউদ্দিন মিলন, সার্কেল এসপি সুতিপ্ত সরকার। তাহারা জানান হামলাকারি যেই হোক না কেন তাদের আইনের আওয়াতায় আনা হবে। এবং দূর্গাপাশা একটি অবাধ ও সুষ্ট নির্বাচন দেয়া হবে।
    আপরদিকে সতন্ত্র প্রার্থী হয়ে আওয়ামীলীগের প্রতিদন্ধিতা করছেন বর্তমান চেয়ারম্যান এস এম সিরাজুল ইসলাম বাশার ও সাবেক চেয়ারম্যান সালাম খান।
    সতন্ত্র প্রার্থীদের অভিযোগ রয়েছে নৌকার সমার্থকদের বিরুদ্ধে। সতন্ত্র প্রার্থীদের কর্মির উপরে হামলা সহ প্রচার প্রচারনায় বাধা দেয়ার।

    আরও খবর

    Sponsered content