প্রতিনিধি ১৮ ডিসেম্বর ২০২১ , ২:৪৪:১৪ অনলাইন সংস্করণ
মোঃ জাকারিয়া আবুলঃ
গোলাপগঞ্জ উপজেলার ৯ নং পশ্চিম আমুড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আনারস প্রতীক নিয়ে চেয়ারম্যন প্রার্থী নুরুল ইসলাম মুন্না`র নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার বাদ আসর ধারাবহর একমাইল মসজিদ মার্কেটে আনুষ্ঠানিক নির্বাচনী কার্যালয় উদ্বোধনকালে এলাকার মুরব্বিয়ান, যুবসমাজসহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের বিপুল সংখ্যক নাগরিক উপস্থিত ছিলেন।
ধারাবহর গ্রামের বিশিষ্ট মুরব্বি আব্দুল মন্নান মাসুক মিয়ার সভাপতিত্বে উদ্বোধনকালে চেয়ারম্যান প্রার্থী নুরুল ইসলাম মুন্না বলেন, বৃহত্তর শিলঘাট ও বৃহত্তর ধারাবহর এলাকাবাসীর ঐক্য অতীত থেকেই মজবুত রয়েছে। শুধু নির্বাচন নয়, যে কোন পরিস্থিতিতেই এই ঐক্য দৃঢ় থাকে। এই ঐক্যের ভিত্তিতেই আপনাদের সন্তান হিসেবে ধারাবহর গ্রামে আজকের এই অফিস উদ্বোধন। নির্বাচনে কেউ হারবে আর কেউ জিতবে। কিন্তু আমাদের এই দুই এলাকার অতীত ঐক্য যাতে বিনষ্ট না হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। এখানে উপস্থিত অনেকেরই জানা আছে মরহুম মঈন উদ্দিন চাচা যে সময়ই দাড়িয়েছেন বৃহত্তর শিলঘাট থেকে তিনি বড় ধরণের একটি ভোট পে
পেয়েছেন। আমরা চেষ্টা করেছি আমাদের ঐক্য ঠিকিয়ে রাখতে। ইনশাআল্লাহ আমার বিশ্বাস এবারও আমরা সেই অতীতের মতো ঐক্য দৃঢ় রাখবো।
তিনি বলেন, আমুড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আমরা যে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন আমি মনে করি সকলেই যোগ্যতা সম্পন্ন। কিন্তু কাকে চেয়ারে বসালে এলাকার সামগ্রীক উন্নয়ন হবে, কাকে বসালে গরীব মানুষের উপকার হবে, কাকে বসালে জনগণের ভালো হবে তা আমাদের বিবেচনা করতে হবে। বিশেষ করে এই এলাকার কৃতিসন্তান মরহুম মঈন উদ্দিন সাহেব চেয়ারম্যান থাকাবস্থায় ধারাবহর ও শিলঘাটের যে উন্নয়ন হয়ছে, এর পর থেকেই কিন্তু আমরা উন্নয়ন থেকে বঞ্চিত। এই উন্নয়ন বঞ্চিত থাকার বিষয়টি বৃহত্তর শিলঘাট ও ধারাবহরের মানুষকে পীড়া দিচ্ছে। তাই আগামী ২৬ ডিসেম্বর আনারস প্রতীকে ভোট দিয়ে আমরা আমাদের সেই অতীত ঐক্যকে আরও মজবুত করতে হবে।
তাজুল ইসলাম তানভীরের পরিচালনায় বক্তব্য দেন, ইউপি সদস্য আব্দুল গফ্ফার কুটি, ধারাবহর গ্রামের বিশিষ্ট ব্যক্তিত্ব শামছুল হুদা (হুদা), যুবনেতা জুবের আহমদ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ধারাবহর গ্রামের বিশিষ্ট মুরব্বি সওয়াব আলী, সাইফুল ইসলাম, সাবেক ইউপি সদস্য খলিল আহমদ, মজা মিয়া, ছানা মিয়া, খলকু মিয়া, এভিল আহমদ, সেবুল আহমদ, শিলঘাট গ্রামের মুরব্বি বাহা উদ্দিন, সাহাব উদ্দিন, ছাদিক আহমদ প্রমুখ।