• সুনামগঞ্জ

    জগন্নাথপুরে অজ্ঞাত নারীর রক্তাক্ত লাশ উদ্ধার

      প্রতিনিধি ১৭ ডিসেম্বর ২০২১ , ৭:৪৩:৫৬ অনলাইন সংস্করণ

    হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ জগন্নাথপুরে ফসলের মাট এর পার্শ্ববর্তী ঝোপ থেকে ২৮ বছর বয়সী অজ্ঞাতনামা এক নারীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরন করেছে থানা পুলিশ। এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানাযায়, গতকাল ১৬ ই ডিসেম্বর বিকালে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলাধীন ১নং কলকলিয়া ইউনিয়ন এর অন্তর্ভুক্ত সোফাগাঁও গ্রামের সকাল-বিকাল এলাকায় ফসিল মাঠের পার্শ্ববর্তী বেত ঝোপে পথচারীরা প্রায় ২৮ বছর বয়সী এক কিশোরীর মৃতদেহ দেখতে পেয়ে থানা পুলিশকে জানান। খবর পেয়ে সন্ধ্যালগ্নে সহকারি পুলিশ সুপার (জগন্নাথপুর সার্কেল) শুভাশীষ ধর ও জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরী সহ একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরী করার পাশাপাশি রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। আজ ১৭ ই ডিসেম্বর ময়নাতদন্তের জন্য লাশ সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে। স্থানীয়দের ধারণা ১৫ ই ডিসেম্বর দিবাগত গভীর রাতের আঁধারে কেউ এই কিশোরীর লাশ ফসলি মাটের পার্শ্ববর্তী বেতের ঝোপে ফেলে গেছে। লাশের গায়ে আগাতের চিহ্ন রয়েছে এবং বাম চোখ নেই। এ বিষয়ে জানতে মুঠোফোনে আলাপকালে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, লোক মারফতে খবর পেয়ে কিশোরীর লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি। আজ ময়নাতদন্তের জন্য লাশ সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে লাশ হত্যার সাথে জড়িতদের চিহ্নিত করার প্রচেষ্টা চলবে।

    আরও খবর

    Sponsered content