• সুনামগঞ্জ

    শাল্লায় সাংবাদিককে প্রাণে মারার হুমকি থানায় জিডি

      প্রতিনিধি ১৬ ডিসেম্বর ২০২১ , ৩:৪১:৩৭ অনলাইন সংস্করণ

    শাল্লা প্রতিনিধিঃ সুনামগঞ্জের শাল্লায় বিজয়ের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে কুখ্যাত সন্ত্রাস ও মাদক বিক্রেতা একজন সংবাদকর্মীকে প্রাণে মারার হুমকি দেয়ার অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, উপজেলার ১নং আটগাঁও ইউনিয়নের দৌলতপুর সড়কে বৃহস্পতিবার ১৬ডিসেম্বর সকাল সাড়ে ৯টায় এ ঘটনা ঘটে। অনুসন্ধানে জানা যায়, সিলেটের স্থানীয় দৈনিক ‘জৈন্তাবার্তার’ শাল্লা প্রতিনিধি মোঃ আমির হোসাইন ঘটনার দিন সকালে অ্যানিমেশন স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজিত বর্ণাঢ্য র‌্যালীতে পেশাগত কারণে যোগ দেন। ওইসময় দৌলতপুর গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে দুলাল মিয়া সাংবাদিকের দিকে তেড়ে আসে এবং প্রাণে মারার হুমকি দেয়। ফলে সাংবাদিক মোঃ আমির হোসাইন বাদী হয়ে শাল্লা থানায় দুলাল মিয়ার বিরুদ্ধে ১৬ডিসেম্বর তারিখে ৬০৬নং জিডি করেন। এবিষয়ে সাংবাদিক মোঃ আমির হোসাইনের সাথে কথা হলে তিনি বলেন, আমি এলাকার বিভিন্ন অপকর্ম বিশেষ করে মাদকের বিরুদ্ধে সংবাদ প্রচার করায় কুখ্যাত সন্ত্রাস ও মাদক বিক্রেতা দুলাল মিয়া আমার প্রতি ক্ষিপ্ত ছিল। সেই সূত্র ধরেই দুলাল মিয়া আজ আমাকে প্রাণে মারতে চেয়েছিল। আপনি আইন-শৃংখলা বাহিনীর আশ্রয় নিয়েছেন কি না জানতে চাইলে তিনি বলেন আমি সত্যিই প্রাণের ভয়ে সন্ত্রাসী দুলালের বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরী করেছি। এব্যাপারে দুলালের মুঠোফোনে কথা হলে তিনি বলেন, আমি কেনো সাংবাদিককে মারতে যাবো। আমি আত্মীয় হিসেবে দু’-একটি কথা বলেছি। বিষয়টি নিয়ে শাল্লা থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলামের সাথে কথা হলে তিনি বলেন, সাংবাদিক আমির হোসাইন থানায় একটি জিডি করেছেন, আমরা তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো

    আরও খবর

    Sponsered content