প্রতিনিধি ১৬ ডিসেম্বর ২০২১ , ৩:১৮:৪৭ অনলাইন সংস্করণ
হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ জগন্নাথপুর -পাগলা সড়ক এর একটি ব্রীজের এপ্রোচে ধ্বস দেখা দিয়েছে।এবং প্রায় ২০ গজ এলাকা জুড়ে সড়কে ফাটল ধরেছে। যেকোনো মুহূর্তে ফাটলাংশ নীচের দিকে ধাবিত হয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটার আশংকা বিরাজ করছে। এনিয়ে যাত্রী সাধারণ সহ এলাকাবাসীর মাঝে ক্ষোভ দেখা দিয়েছে। ১৫ ই ডিসেম্বর বিকালে সরেজমিনে ঘুরে দেখা যায় ও জানাযায় , সুনামগঞ্জের জনগুরুত্বপূর্ণ জগন্নাথপুর -পাগলা সড়কের বমিবমি ও ছয়হাড়া এলাকার মধ্যবর্তী স্থানে অবস্থিত ব্রীজের উত্তর পার্শ্বের এপ্রোচ ধ্বসে পড়ছে। এছাড়াও এই ব্রীজ সংলগ্ন উত্তর পার্শ্বে সড়কের একাংশে প্রায় ২০ গজ এলাকা জুড়ে ফাটল ধরে ভেঙ্গে পড়ার পাশাপাশি নীচের দিকে ধাবিত হচ্ছে। ।জীবনের ঝুঁকি নিয়ে এই সড়ক দিয়ে যাত্রীবাহী যানবাহন সহ সকল প্রকার যানবাহন চলাচল করছে। যার ফলে যেকোনো মুহূর্তে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণহানীর মতো ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা বিরাজ করছে। কেননা এই সড়ক দিয়ে প্রতিনিয়ত জগন্নাথপুর উপজেলাবাসী সহ শান্তিগঞ্জ ও ছাতক উপজেলার বৃহত অংশের হাজার হাজার জনসাধারণ জীবন জীবিকার তাগিদে জেলা শহর সুনামগঞ্জ ও বিভাগীয় শহর সিলেট সহ দেশের বিভিন্ন প্রান্তে যানবাহন যোগে দিবারাত্রি যাতায়াত করছেন। সড়কের নির্মাণ কাজ সহ কার্পেটিং এর কাজ নিম্নমানের হওয়ায় এবং সংশ্লিষ্ট বিভাগের সঠিক তদারকি না থাকায় অত্র সড়কের উল্লেখিত অংশটি বারবার ধ্বসে পড়ার পাশাপাশি সড়কে ফাটল দেখা দিচ্ছে বলে স্থানীয়রা মনে করছেন। বিধায় জানমালের নিরাপত্তার স্বার্থে ও যোগাযোগ ব্যবস্থা সুরক্ষিত রাখার লক্ষে সঠিক তদারকির মাধ্যমে জরুরী ভিত্তিতে সড়কের সংস্কার কাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট বিভাগের উর্ধতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন সচেতন মহল। এই সড়ক দিয়ে চলাচলকারী যাত্রীবাহী বাস এর চালক মো ফারুক মিয়া, সিএনজি চালক পানেশ ও কালাম সহ একাধিক চালক বলেন, এই সড়ক দিয়ে প্রতিনিয়ত দিবারাত্রি হাজার হাজার মানুষ দেশের একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে চলাচল করেন। এমনকি পন্যবাহী যানবাহন চলাচলতো আছেই। ব্রীজের এপ্রোচ ধ্বসে পড়ছে এবং সড়কে ফাটল দেখা দিয়ে নীচের দিকে ধাবিত হচ্ছে। যেকোনো মুহূর্তে ধ্বসে পড়ার আশংকা বিরাজমান। ঘটতে পারে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা। বিধায় দ্রুত সংস্কার প্রয়োজন। এব্যাপারে সুনামগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ আশরাফুল ইসলাম বলেন, ব্রীজটির এ্যাপ্রোচের অংশটি ইতিপূর্বে মেরামত করা হয়েছে। আবারো এপ্রোচ এর ধ্বস এবং সড়কের ফাটল সম্পর্কে জানা ছিলনা। বিষয়টি পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।