প্রতিনিধি ১২ ডিসেম্বর ২০২১ , ৬:১৫:৫৫ অনলাইন সংস্করণ
হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ জগন্নাথপুর এর ৭ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ এর বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীদের দল থেকে বহিস্কৃত করা হতে পারে বলে জানা গেছে। সমাগত সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ৭ ইউনিয়ন পরিষদ এর নির্বাচন চলতি মাসের ২৬ শে ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে আওয়ামী লীগ এর বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী হিসাবে পাটলী ইউনিয়নে সিরাজুল হক, আব্দুল হাই আজাদ, চিলাউড়া -হলদিপুর ইউনিয়নে আরশ মিয়া, শহিদুল ইসলাম বকুল, আব্দুল মোমিন,রানীগঞ্জ ইউনিয়নে শহিদুল ইসলাম, ছালিক মিয়া, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নে মকসুদ কোরেশি, আজহারুল কামালী,আশারকান্দি ইউনিয়নে আইয়ূব খান ও জমিরুল হক নির্বাচন করছেন। এই সকল বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নিতে জগন্নাথপুর উপজেলা সদরস্থ দলীয় কার্যালয়ে ১১ ই ডিসেম্বর দলীয় কার্যালয়ে জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ এর সভাপতি মোঃ আকমল হোসেন এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক হাজী মোঃ রেজাউল করিম রিজু মিয়ার পরিচালনায় কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ এর সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ, যুগ্ম সাধারন সম্পাদক লুৎফুর রহমান, সুজিত রায়, উপজেলা পরিষদ এর ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, জগন্নাথপুর পৌর সভার সাবেক মেয়র মোঃ মিজানুর রশীদ ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সুত্র ধর বীরেন্দ্র, প্রচার সম্পাদক মোঃ আব্দুল জব্বার, সহ-প্রচার সম্পাদক মোঃ ফিরোজ আলী ও সাংস্কৃতিক সম্পাদক মুজিবুর রহমান প্রমূখ। আওয়ামী লীগ দলীয় সুত্র আরো জানায়, উক্ত সভায় এই ইউপি নির্বাচনে দলের বিদ্রোহী প্রার্থীদের দল থেকে বহিষ্কার করার পক্ষে মতামত এসেছে। এবিষয়ে উপজেলা আওয়ামী লীগ এর সভাপতি মোঃ আকমল হোসেন বলেন, দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে আওয়ামী লীগ এর বিদ্রোহী ৯ জন চেয়ারম্যান প্রার্থী নির্বাচন করছেন। উপজেলা আওয়ামী লীগ এর কার্যনির্বাহী কমিটির সভায় উপজেলার ৭ ইউনিয়নে আওয়ামী লীগ এর বিদ্রোহী ৯ জন প্রার্থীকে দল থেকে বহিষ্কার করার পক্ষে মতামত এসেছে। আমরা জেলা আওয়ামী লীগ এর সভাপতি ও সাধারন সম্পাদক এর সাথে পরামর্শ করে গঠনতন্ত্র মোতাবেক শ্রীঘ্রই পদক্ষেপ নেওয়া হবে।