প্রতিনিধি ১০ ডিসেম্বর ২০২১ , ৬:০৮:৩৬ অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টারঃ সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশ সিলেট জেলা শাখার উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি সাংবাদিক এস এম ওয়াহিদুল ইসলাম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তুহিনুর রহমান শাহজাহান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন সার্চ সিলেট জেলা শাখার সহ-সভাপতি মোঃ নিজাম উদ্দিন, মাহবুব বকত চৌধুরী, মোঃ ইদ্রিস আহমেদ চৌধুরী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তুষার চৌধুরী, রায়হান আহমেদ চৌধুরী, এছাড়াও উপস্থিত ছিলেন কবি বিনি ইয়ামিন রাসেল, সাংবাদিক রাজন আহমেদ আরিয়ান। সার্চ সিলেট জেলা শাখার অর্থ সম্পাদক মোঃ কামরুল ইসলাম, প্রচার সম্পাদক আব্দুল কাদির আল হোসাইন, সাংগঠনিক সম্পাদক মোঃ ইদ্রিস আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুর রব, সহ ক্রীড়া সম্পাদক লিজান আহমেদ, সাংস্কৃতিক সম্পাদক কামরান হোসেন ও নির্বাহী সদস্য মোঃ আবু বক্কর প্রমূখ। সভাপতির বক্তব্যে এস এম ওয়াহিদুল ইসলাম বলেন মানুষ জন্মগতভাবে স্বাধীন এবং সমান সম্মান ও মর্যাদা নিয়ে জন্ম গ্রহণ করে আর এই অধিকার নিশ্চিত করাই রাস্ট্র ও সমাজের দায়িত্ব। সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশ সে লক্ষ্যে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। অধিকার বঞ্চিত অসহায় মানুষের কল্যাণে সার্চের প্রত্যেক সদস্যদেরকে সাধ্যানুযায়ী কাজ করে যেতে হবে। আলোচনা সভা শেষে সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশ সিলেট জেলা শাখার আওতাধীন সিলেট মহানগর, সিলেট মেট্রোপলিটন থানা সমূহ ও উপজেলা সমূহে ১০ জানুয়ারি ২০২২ সালের মধ্যে কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয় এবং মহানগর, থানা ও উপজেলা সমূহের জন্য ৩ সদস্যের টীম করে দায়িত্ব প্রদান করা হয়েছে।